কলকাতা: ডিএ নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আজ বলা হয়েছে, ২৩ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া মহার্ঘ ভাতার পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। এই নির্দেশ যে পালন করা হয়েছে সেটা ২৪ জুন আদালতকে জানাতে হবে। বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে ওইদিনই সেই নির্দেশ দেবে আদালত। কিন্তু এই নির্দেশ যদি কার্যকর না হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদালত। জানান হয়েছে, সংস্থার এমডি এবং দুই সিএমডি’র বেতন বন্ধের বিষয়ে ভাববে আদালত।
আরও পড়ুন- মন্দিরে নিয়ে গিয়ে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত পুলিশকর্মী! রণক্ষেত্র চন্দ্রকোনা
রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা পিডিসিএল এবং এসিডিএসএল-এর কর্মীরা আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন তাদের সংস্থার বিরুদ্ধে। তাদের বক্তব্য ছিল, বিগত ৩ বছর ধরে তাদের ডিএ বন্ধ হয়ে গিয়েছে। সংস্থা লাভজনক হওয়ায় রাজ্য সরকারের অধীনে হলেও তারা তাদের কর্মীদের নিজেদের আয় থেকেই বেতন দিত। কিন্তু ডিএ বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা আদালতের দ্বারস্থ হয়। তাদের প্রশ্ন, সংস্থা লাভ করলেও তারা কেন তাদের প্রাপ্য ডিএ পাবে না। এই মামলাতেই আজ কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। ১০ জুনের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। তাই এবার কড়া নির্দেশ দিয়ে নয়া ‘ডেডলাইন’ দিয়েছে আদালত।