পার্থর মামলার তদন্ত করবে সিবিআইয়ের ‘সিট’, আর কোন মামলা পেল তারা

পার্থর মামলার তদন্ত করবে সিবিআইয়ের ‘সিট’, আর কোন মামলা পেল তারা

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নজরদারিতে সিবিআই ইনভেস্টিগেশন টিম তদন্ত করবে। হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআই সিটের তালিকা আজ আদালতে জমাও দিয়েছে। ৬ জন সদস্য রয়েছেন সেই তালিকায়। কিন্তু তারা ঠিক কোন কোন মামলা তদন্ত করবে? এদিন এও জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবথেকে বড় ব্যাপার, পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত মামলা গেল তাদের হাতে।

আরও পড়ুন- ভারতের নতুন সশস্ত্র বাহিনী ‘অগ্নিপথ’ ! কী ভাবে নিয়োগ করা হবে ‘অগ্নিবীর’দের

এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার তদন্ত ভার সিবিআইয়ের গঠিত সিটের হাতে দিল কলকাতা হাইকোর্ট। এছাড়াও গ্রুপ সি, গ্রুপ ডি, সহকারী শিক্ষক নিয়োগ, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের নজরদারিতে এই সিট-ই তদন্ত করবে। আজ এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই সিটের সদস্য কারা? জানা গিয়েছে, এই দলের মাথায় থাকবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এন বেনু গোপাল। বাকি সদস্যরা হলেন, রাজীব মিশ্র (সিবিআইয়ের শাখা প্রধান), ধরমবীর সিং (এডিশনাল এস পি), সত্যেন্দ্র সিং (ডেপুটি এস পি), এসি সি নিশি নামল, সোমনাথ বিশ্বাস (ইন্সপেক্টর), মলয় দাস (ইন্সপেক্টর), ইমরান আশিক (ইন্সপেক্টর)।

সম্প্রতি সিবিআইয়ের প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের তদন্তে আদৌ কোনও লাভ হচ্ছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তারপরই এই সিট গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আজ সিবিআই এই তালিকা আদালতে জমা দেয়। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন যে সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের নেতৃত্বে যদি সিট তদন্ত করে তাহলে কোনও সমস্যা আছে কিনা। তবে উপেন নিজে এই বয়সে তদন্তভার নিতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =