কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তবে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের আবেদনে সাড়া দেয়নি আদালতের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- ‘পাপ করবে বিজেপি, কষ্ট করবে জনগণ?’ হিংসা নিয়ে কড়া টুইট মমতার
জানা গিয়েছে, পর্ষদের আজই দ্রুত শুনানির আবেদন করেছিল এই মামলার। কিন্তু সেই আর্জি গ্রহণ করেনি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে। তারপর মামলা গ্রহণ করবে ডিভিশন বেঞ্চ। তাই মঙ্গলবার শুনানির সম্ভাবনা নেই। বুধবার শুনানি হতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। ফলে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসেই হাজির হতে হবে মানিক ভট্টাচার্যকে। গতকালই তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল আজ দুপুর ২ টোর মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।
আসলে এর আগের শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বেশ কিছু নথি জমা দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আজ যে নথি আদালতে জমা দেওয়া হয়েছে তা গ্রহণ যোগ্য নয় বলেই মনে করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার দায় বর্তায়, আর সেই প্রেক্ষিতেই তাঁকে অপসারণের নির্দেশ দেন বিচারপতি। যে নথি আদালতে পেশ করা হয়েছে তা পরে বানান হয়েছে কিনা, বা সদ্য তৈরি কিনা কিংবা বিকৃত কিনা, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত।