প্রার্থী হতেই দ্রৌপদীকে Z+ নিরাপত্তা, যশবন্তকে নয় কেন? টুইটে প্রশ্ন তুললেন দেবাংশু

প্রার্থী হতেই দ্রৌপদীকে Z+ নিরাপত্তা, যশবন্তকে নয় কেন? টুইটে প্রশ্ন তুললেন দেবাংশু

f0d210b2faaf63eddc552baf142fd768

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে সম্মুখ সমরে এনডিএ-র দ্রৌপদী মুর্মু এবং বিরোধী শিবিরের যশবন্ত সিনহা৷ রাইসিনা হিলসের দৌড়ে প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে লড়াই হবে বিজেপি প্রার্থীর৷ মঙ্গলবার রাতেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদীর নাম ঘোষণা করেছে এনডিএ৷ এর পরেই বাড়িয়ে দেওয়া হয় দ্রৌপদীর নিরাপত্তা৷ এবার থেকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে তাঁকে৷ অথচ বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার জন্য নিরাপত্তার কোনও বন্দোবস্তই করেনি কেন্দ্রের সরকার৷ যা নিয়ে টুইটে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য৷ 

আরও পড়ুন- পুলিশ যাবে না, বগটুই জ্বলুক! এমনই বলেছিল আনারুল, চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের

টুইটে দেবাংশু লিখেছেন, রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হওয়ার পরই তাঁকে  Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে। এটা নিশ্চিত ভাবেই ভাল। কিন্তু যশবন্ত সিনহার ক্ষেত্রে কী হবে? তিনিও তো বিরোধীদের প্রার্থী। তাঁর ক্ষেত্রে কেন আইন আলাদা হবে?’’ প্রসঙ্গত, বিজেপি বিরোধী ১৮টি রাজনৈতিক দল সর্বসম্মত ভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশবন্ত সিনহার নামে সিলমোহর দিয়েছে। মঙ্গলবার দুপুরেই সাংবাদিক বৈঠক করে তাঁর নাম ঘোষণা করেন এনপি সুপ্রিমো শরদ পওয়ার, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে সহ বিরোধী নেতারা৷ 

এদিকে বিরোধীরা প্রার্থী ঘোষণা করার পর ট্যুইটে কটাক্ষ করেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি ট্যুইটে লেখেন, ‘‘যশবন্ত সিনহার মতো এমন শোচনীয় অবস্থা কারও দেখিনি। এক সময় বিজেপির মন্ত্রী ছিলেন। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর তৃণমূলে যোগ দিলেন। কিন্তু, রাজ্যসভার টিকিট পেলেন না। এখন পরাজয় নিশ্চিত জানার পেরও রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের চতুর্থ পছন্দের প্রার্থী হিসেবে লড়ছেন।’’