সিবিআই তদন্তে স্থগিতাদেশ নয়, SSC-র আবেদন নাকোচ ডিভিশন বেঞ্চে

সিবিআই তদন্তে স্থগিতাদেশ নয়, SSC-র আবেদন নাকোচ ডিভিশন বেঞ্চে

615c32c5218b682b37baf2406dfa62d2

কলকাতা: ফের আদালতে ধাক্কা স্কুল সার্ভিস কমিশনের৷ এসএসসি-র আবেদনে সাড়া দিল না  কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখা হল৷ সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জুন। এই সময়ের মধ্যে সমস্ত মামলাকারী, রাজ্য সরকার এবং রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে তাদের বক্তব্য লিখিত আকারে আদালতের কাছে জমা দিতে হবে৷ 

আরও পড়ুন- কয়লা-কাণ্ডে অভিষেক-পত্নীকে তলব ED-র,সন্তান কোলে সিজিও কমপ্লেক্সে হাজির রুজিরা

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরেই বিপাকে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চেও৷ আদালতের নির্দেশে শুরু হয়েছে তদন্ত৷  আদালতের নজরদারিতে সিবিআই গঠিত সিট এই মামলাগুলির তদন্ত করছে। এরই মাঝে প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কমিশন। কিন্তু, সেখানেও ধাক্কা খেতে হল এসএসসিকে।