পুলিশের পদোন্নতি, বাড়তি ভাতা ঘোষণা মমতার, WBPS-দের আলাদা সংগঠন

পুলিশের পদোন্নতি, বাড়তি ভাতা ঘোষণা মমতার, WBPS-দের আলাদা সংগঠন

কলকাতা: WBCS-দের একটা ওয়েলফেয়ার সংগঠন আছে, কিন্তু WBPS-দের কোনও এমন সংগঠন ছিল না। তাই আজ নবান্ন থেকে তাদের জন্য একটি ওয়েলফেয়ার সংগঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ৬৩০ জন WBPS অফিসার উপকৃত হবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি আশা করেন এই সংগঠনের তরফ থেকে অফিসাররা নিজেদের সুবিধা-অসুবিধার কথা আরও ভালো ভাবে তুলে ধরতে পারবেন। তবে এই ফোরাম অফিসাররা নিজেরাই তৈরি করবেন, সরকার এর মধ্যে হস্তক্ষেপ করবে না বলেই জানিয়ে দেন মমতা।

আরও পড়ুন- বিজেপিও ভোট দেবে! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আশাবাদী যশবন্ত

আজই ৬ জন ডিএসপি পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি হলেন এবং ৬ জন এএসপি’কে এসপি করা হল, এই ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি WBPS অফিসারদের WBCS-দের মতো বাড়তি ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি। এসডিপিও মাসে ২ হাজার এবং অ্যাডিশনাল এসপি মাসে ২ হাজার ৫০০ টাকা বাড়তি ভাতা পাবেন। একই সঙ্গে মমতা আরও জানান, নতুন করে আরও ২০০ WBCS এবং ২০০ WBPS অফিসার নেওয়া হবে। ভাতার পাশাপাশি পুলিশদের উর্দি কেনার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যেখানে তা ছিল ২০০ টাকা, এখন বছরে তা ১৫ হাজার করা। এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পুলিশদের কর্মদক্ষতার জন্য স্বীকৃতি দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 11 =