সোম থেকে খুলছে স্কুল, গুচ্ছ নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর

সোম থেকে খুলছে স্কুল, গুচ্ছ নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর

b04aef00f00c399b72b8878926b6e460

 কলকাতা: গ্রীষ্মের তীব্র দাবদাহে পড়ুয়াদের কষ্টের কথা ভেবে স্কুলে গরমের ছুটি এগিয়ে এনেছিল রাজ্য সরকার। পরবর্তীতে সেই ছুটি আরও ১১ দিন বাড়িয়ে হয়। আগামী ২৬ জুন সেই ছুটি শেষ হচ্ছে৷ ২৭ জুন  অর্মথাৎ সোমবার থেকে খুলে যাচ্ছে সরকারি স্কুল৷ তার আগে গুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

আরও পড়ুন- SSC মামলায় বিচারপতির তলব, হাই কোর্টে হাজির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

শিক্ষা দফতরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, স্কুল খোলার আগে গোটা স্কুলবাড়ি স্যানিটাইজ করতে হবে।  মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি। কারণ সোমবার থেকে স্কুল খুলছে৷ এরই মধ্যে রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ কিছুটা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে  কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। তাই যাবতীয় করোনা বিধি মেনেই স্কুল খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিল শিক্ষা দফতর৷
 

শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়া (যাঁরা করোনা টিকা পাওয়ার যোগ্য), তাঁদের অবশ্যই টিকা নিতে হবে। স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক৷ ব্যবহার করতে হবে স্যানিটাইজার। শিক্ষা দফতরের তরফে আরও জানানো হয়েছে যে, মিড ডে মিল তৈরির জন্য রান্নাঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত থাকে৷ সেদিকেও খেয়াল রাখতে হবে৷