বাদাম খাওয়ার টাকা দিচ্ছেন নাকি? DA মামলায় বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

বাদাম খাওয়ার টাকা দিচ্ছেন নাকি? DA মামলায় বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

কলকাতা: নির্দেশ মতো রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের ডিএ না দেওয়ায় এবার বিদ্যুৎ পর্ষদের সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৫ জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে। এর মধ্যে যদি নির্দেশ মতো টাকা দেওয়া হয় তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। এমনটাই আজ স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। অভিযোগ, ২০১৯ এবং ২০২০ সালের বকেয়া ডিএ’র এক পঞ্চমাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে শুধু ২০১৯ সালের বকেয়ার এক পঞ্চমাংশ দেওয়া হয়েছে। ২০২০ সালের বকেয়া ডিএ’র এক পঞ্চমাংশ দেওয়া হল না কেন, সেই প্রশ্ন আদালতের। বিচাপতির মন্তব্য, বাদাম খাওয়ার টাকা দিয়েছেন নাকি? যতদিন নির্দেশ না মানা হচ্ছে আধিকারিকদের বেতন বন্ধ থাকবে।

আরও পড়ুন- মন্দিরে নিয়ে গিয়ে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত পুলিশকর্মী! রণক্ষেত্র চন্দ্রকোনা

রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা পিডিসিএল এবং এসিডিএসএল-এর কর্মীরা আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন তাদের সংস্থার বিরুদ্ধে। তাদের বক্তব্য ছিল, বিগত ৩ বছর ধরে তাদের ডিএ বন্ধ হয়ে গিয়েছে। সংস্থা লাভজনক হওয়ায় রাজ্য সরকারের অধীনে হলেও তারা তাদের কর্মীদের নিজেদের আয় থেকেই বেতন দিত। কিন্তু ডিএ বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা আদালতের দ্বারস্থ হয়। তাদের প্রশ্ন, সংস্থা লাভ করলেও তারা কেন তাদের প্রাপ্য ডিএ পাবে না। সেদিনের শুনানিতে আজ অর্থাৎ ২৪ জুন পর্যন্ত ‘ডেডলাইন’ দিয়েছিল আদালত। কিন্তু নির্দেশ মানা হয়নি। তাই বেতন বন্ধের নির্দেশ এবার দেওয়া হল। আগামী ১৫ জুলাই পর্যন্ত সংস্থাকে সুযোগ দেওয়া হয়েছে।

আগের শুনানিতে আদালতের তরফে বলা হয়েছিল, ২৩ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া মহার্ঘ ভাতার পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে সেটা এই নির্দেশ মানার পরেই জানাত আদালত। কিন্তু তা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =