কলকাতা: সারদা থেকে নারদা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়ে মঙ্গলবার রাজ্যপালের দুয়ারে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, বিভিন্ন কেলেঙ্কারিতে ‘জড়িত’ বিজেপি নেতাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই দাবি জানিয়ে সোমবার থেকেই পথে নামছে ঘাসফুল শিবির। সেই নেতাদের তালিকায় যেমন শুভেন্দু অধিকারী রয়েছে, তেমনই রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ, অর্থাৎ সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্স, হলদিয়া এবং কাঁথিতে যুগপৎ সভা করছে তৃণমূল। মঙ্গলবার একই দাবি জানিয়ে রাজভবনে যাবে শসকদলের প্রতিনিধিরা।
রাজভবনে রাজ্যপালের কাছে বিরোধীদের বিরুদ্ধে যাঁরা দাবি জানাতে যাবেন, তাঁদের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও রয়েছে ‘নন্দীগ্রামের মা’ বলে পরিচিত ফিরোজা বিবি। যিনি অবশ্য পাঁশকুড়া পূর্বের তৃণমূল বিধায়ক। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে যে সকল গ্রামবাসীর মৃত্যু হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন ফিরোজার পুত্র শেখ ইমদাদুল। সেই সময় তাঁকে সামনে রেখেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন করেছিলেন সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই ফিরোজা বিবিকেই আরও একবার আন্দোলনের প্রথম সারিতে তুলে আনার সিদ্ধান্ত নিল তৃণমূল নেতৃত্ব। ‘নন্দীগ্রামের মা’-কে সামনে রেখেই তাঁরা আন্দোলন চালাবে নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>