খড়গপুর: সোমবার রাতে খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডে শুটআউটের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। জানা যাচ্ছে এদিন রাতে প্রকাশ্যে স্কুটিতে করে আসা একদল দুষ্কৃতী এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে কার্যত ঝাঁঝরা হয়ে যায় ওই যুবক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম ভেঙ্কট ওরফে প্রসাদ রাও। বছর চল্লিশের ওই যুবক দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে খড়গপুর রেলওয়ে মেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রসাদকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কি কারণে শুট আউট তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ দুষ্কৃতীদের খুঁজে বের করতে শুরু করেছে তল্লাশি।
স্থানীয় সূত্রে খবর সোমবার রাত ১০ টার দিকে খড়গপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকার মাতা মন্দিরের কাছে এই ঘটনাটি ঘটেছে। মাতা মন্দিরের কাছেই দাঁড়িয়েছিলেন মৃত ওই যুবক। আনুমানিক রাত দশটার সময় হঠাৎই তার সামনে একটি স্কুটি এসে দাঁড়ায় এবং স্কুটিতে থাকা দুষ্কৃতীরা যুবককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রসাদ। আর তারপরেই স্কুটিতে চেপে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এদিকে গুলির আওয়াজে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকেরা দ্রুত ওই যুবককে উদ্ধার করতে ছুটে আসে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছে।
প্রসঙ্গত বিগত কয়েক মাসে একের পর এক অপরাধমূলক ঘটনায় কার্যত উত্তপ্ত খড়্গপুর। বিষয়টি এমন জায়গায় পৌঁছেছে যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেষবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকের গিয়েছিলেন সেই সময় তিনিও খড়্গপুরের আইনশৃঙ্খলা নিয়ে আই জিকে প্রশ্ন করেন। এমন কী অপরাধমূলক ঘটনা যাতে কমে তার জন্য শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশও দিয়েছিলেন। কিন্তু তারপরেও এই শহরে অপরাধ যে খুব একটা কমেনি সোমবার রাতে তা আরও একবার প্রমাণিত হল।