আসানসোল: কর্মিসভা থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মাঝেই উঠে আসে চাকরি প্রসঙ্গ। বেশ কয়েক জন চাকরি প্রার্থী তাঁর ভাষণের কার্যত বিঘ্ন ঘটান। তাঁদের চুপ করতে বলেই মমতা এদিন জানিয়েছেন যে তাঁর কাছে ১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি করে রাখা আছে। কিন্তু বিষয়টি এখন আদালতের কাছে রয়েছে। আদালত অনুমতি না দিলে, তিনি কিছু করতে পারবেন না। একই সঙ্গে যারা আওয়াজ তুলেছেন তাঁদের কটাক্ষ করে মমতা বলেন, প্রতি সভায় বিজেপি এবং সিপিএম এই ধরণের কিছু লোক পাঠিয়ে দিচ্ছে।
আরও পড়ুন- বেআইনি শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন কতখানি, কারা জড়িত, FIR করে তদন্ত শুরু ইডি-র
আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের উদ্দেশে মমতা আজ বলেন, তারাও আদালতে মামলা করেছেন, এখন তাঁদের উচিত নিজেদের আইনজীবীদের সঙ্গে কথা বলা। আদালত নির্দেশ দিয়ে অনেক চাকরি বাতিল করেছে, সব প্রক্রিয়া বন্ধ রাখতে বলেছে। তাই তিনি সেই নির্দেশ মানবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই চাকরিপ্রার্থীদের তাঁর পরামর্শ, আদালতে গিয়ে কথা বলুন, আইনজীবীদের থেকে পরামর্শ নিন। মমতার কথায়, ‘আপনারাই মামলা করেছেন, করতেই পারেন, আপনাদের অধিকার। কিন্তু এখন আর বিষয়টা আমার হাতে নেই।’ তিনি এও বলেন, তাঁর হাতে থাকলে তিনি করেই দেবেন, কোনও অসুবিধা নেই তাতে।
এই প্রেক্ষিতে আবার বিরোধী পক্ষের আইনজীবীদের খোঁচাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তারাই কত লোকের চাকরি বাতিল করিয়েছেন। আন্দোলনকারীদের উচিত তাঁদের গিয়ে বলা যে, তারাই যেন আবার চাকরি পাইয়ে দেন। উল্লেখ্য, আদালত কলকাতা হাইকোর্ট কয়েক দিন আগেই বহু জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হয়েছে। চাকরি গিয়েছে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতারও।