কলকাতা: তাঁর তুলির টানে প্রাণ পেয়েছে অনেক ছবি৷ কিন্তু সাধ ছিল নিজের হাতে প্রিয় মানুষটার একখানি ছবি আঁকবেন তিনি৷ তাই রক্ত দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে ফেললেন দুর্গাপুরের আমরাই গ্রামের ওই যুবক৷
আরও পড়ুন- ভুলবশত রাস্তায় ফেলেছিলেন ৪৫ হাজার টাকার লটারির টিকিট! মালিককে খুঁজে তা ফেরালেন পুরসভার সাফাই কর্মী
উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই ছোট ছোট ছেলেমেয়েদের আঁকা শেখান ২১ বছরের ওই যুবক৷ এবার নিজের প্রতিভা দিয়ে তাক লাগিয়ে দিলেন গোটা দুর্গাপুরকে৷ রক্ত দিয়ে আঁকলেন মুখ্যমন্ত্রীর ছবি। চিত্রশিল্পী সুরজিৎ রায় ছোটো থেকেই ছবি আঁকেন৷ আঁকার প্রতি তাঁর ঝোঁক সকলেরই জানা। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দারুণ ভক্ত তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ তাঁকে আকৃষ্ট করে৷ মুখ্যমন্ত্রীর দুর্গাপুর সফর-এর কথা শুনেই তাঁকে ছবি উপহার দেওয়ার কথা ভেবে নেন সুরজিৎ। তবে ছোট থেকেই মনের মধ্যে একটি সুপ্ত বাসনা ছিল তাঁর৷ কোনও একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের আঁকা ছবি তুলে দেবেন।
যদিও নিজের ভালোবাসা বা শ্রদ্ধা নিবেদনের জন্য রক্ত দিয়ে চিঠি লেখা বা ছবি আঁকা নতুন নয়। সেই ভাবেই নিজের শরীরের রক্ত দিয়ে সুরজিৎ ক্যানভাসে ফুটিয়ে তুললেন তাঁর সবথেকে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর হাতে এই ছবি উপহার হিসাবে তুলে দিতে চায় দুর্গাপুরের শিল্পী৷
সুরজিৎ-এর কথায়, ‘‘আমি বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলাম। সেখানে চিকিৎসার আগে আমার রক্ত পরীক্ষা করা হয়েছিল। সেই সময় চিকিৎসকদের অনুরোধ জানিয়ে আমি আমার রক্তের কিছুটা অংশ নিজের কাছে রেখে দিই। সেটা দিয়েই মুখ্যমন্ত্রীর এই ছবি এঁকেছি। এটা আমি নিজে তাঁর হাতে তুলে দিতে চাই। আমি ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের অনুরাগী। “
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>