দার্জিলিং: জিটিএ নির্বাচনে পাহাড়ে প্রথমবারের তুলনায় ভাল ফল করেছে ঘাসফুল শিবির। ৫ টি আসনে জিতে জিটিএ নির্বাচনে প্রথমবারের জন্য খাতা খুলেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই ফল যথেষ্ট আশার আলো তাঁদের নেতৃত্বের কাছে। এই আসনগুলির মধ্যে ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। তাতে পাহাড়ে জয়ের আবীর আরও একটু বেশি উড়েছে। আর এই জয়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বিনয়।
আরও পড়ুন- ঝালদা উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস, অন্তর্ঘাতের অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী
তৃণমূল কংগ্রেস প্রার্থীর কথায়, এই জয় তাঁর কাছে বড় প্রাপ্তি। তিনি ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি তাঁকে উপযুক্ত ভেবে এই নির্বাচনের অংশ করেছিলেন, তাঁকে প্রার্থী করেছিলেন। বিনয় তামাঙয়ের বক্তব্য, এই জয় শুধু তাঁর নয়, গোটা পাহাড়ের মানুষের জয়। প্রসঙ্গত, জিটিএ নির্বাচনে ৪৫ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড গঠন করবে। তাঁর দল পেয়েছে ২৭ টি আসন। এছাড়া, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৮ টি আসনে জয়ী হয়েছে। তবে পাহাড়ের অন্যতম প্রধান দল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ এই নির্বাচনে কোনও প্রার্থী দেয়নি। প্রথম থেকেই এই নির্বাচনের বিরোধিতা করে এসেছেন বিমল গুরুং। ভোট যাতে না হয় তার জন্য অনশনে গিয়েছিলেন তিনি, রাজ্য সরকারকে চিঠিও লিখেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
এদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হয়েছে। ২২ টি গ্রাম পঞ্চায়েতের ২০ টি অর্থাৎ ৪২৩ টি আসনের মধ্যে ৩১১ টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। অনেকটা পিছিয়ে বিজেপি দখল করেছে গ্রাম পঞ্চায়েতের ৭৪ টি আসন। কংগ্রেসের দখলে গিয়েছে ১৬ টি। সিপিএম ১২ টি আসন পেয়েছে।