কলকাতা: দীর্ঘ রাজনৈতিক সন্ন্যাস কাটিয়ে একুশের বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ এর পর চুটিয়ে ভোটের প্রচার করেছেন তিনি৷ বিতর্কিত স্লোগানে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে৷ কিন্তু, ভোটের পর থেকে তিনি কার্যত রাজনীতির আঙিনা থেকে উধাও হয়ে যান৷ গত মে মাসে বিধানসভা ভোটের প্রচারে তাঁকে শেষ বার কলকাতায় দেখা গিয়েছিল। এক বছরেরও বেশি সময় পর ফের কলকাতায় পা রাখলেন মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিামন। বিজেপি সূত্রে খবর, শরীর সুস্থ থাকলে কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে যেতে পারেন তারকা রাজনীতিবিদ। দেখা করতে পারেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে।
আরও পড়ুন- ধৃত মুখ্যমন্ত্রীর বাসভবনে গোপনে ঢুকে পড়া আগুন্তুক, আঁটসাঁট নিরাপত্তা, তদন্তে লালবাজার
বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, কলকাতায় আসতে পারেন মিঠুন চক্রবর্তী। শরীর সুস্থ থাকলে রাজ্য বিজেপির সদর দফতরেও তিনি যাবেন। তবে মিঠুনের ঘনিষ্ঠসূত্রে খবর, শরীর সুস্থ থাকলে তবেই তিনি সোমবার রাজ্য বিজেপির দফতরে যাবেন৷ তেমনটা হলে, এই প্রথম কলকাতায় বিজেপির সদর দফতরে পা রাখবেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন।
এক বছর আগে ভোটের মুখে ‘মহাগুরু’-কে বিজেপিতে এনে চমক দিয়েছিল বিজেপি। সে সময় বিজেপি’র হয়ে বাংলার বিভিন্ন কেন্দ্রে জোড় প্রচার চালিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে পদ্ম হাতে নিলেও এক বারও বিজেপির রাজ্য সদর দফতরে আসেননি দলের জাতীয় কর্মসমিতির এই সদস্য৷ আর ভোটের পর গত এক বছরে বঙ্গ রাজনীতিতে তো নয়ই, জাতীয় রাজনীতিতেও তাঁর দেখা মেলেনি। আসানসোল উপনির্বাচনের আগে অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে আসার কথা ছিল তাঁর৷ কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি৷ শারীরিক অসুস্থতার কথা জানিয়ে উপনির্বাচনের সময় ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন মহাগুরু। রবিবার হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের ২৪ ঘণ্টা পর কলকাতা এলেন মিঠুন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>