‘ছাত্ররা সিদ্ধান্ত নিতে পারে না’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কোন মোডে জানিয়ে দিল হাই কোর্ট

‘ছাত্ররা সিদ্ধান্ত নিতে পারে না’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কোন মোডে জানিয়ে দিল হাই কোর্ট

fc501152ecd91a3b3efc92c1b14ea3ca

কলকাতা: অফলাইন না অনলাইন, কোন মোডে পরীক্ষা হবে, তা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে৷ এদিন শুনানির পর সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ স্পষ্ট জানানো হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই হবে৷ 

আরও পড়ুন- বিজেপির মিছিলে অনুমতি দিল হাইকোর্ট, রয়েছে শর্ত

বেঞ্চ আরও জানায়, কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছাত্রদের নেই৷ সিলেবাস শেষ হয়নি, সেই বিষয়টি বিশ্ববিদ্যালয় দেখবে৷ পরীক্ষার সিদ্ধান্তও তারাই নেবে৷ প্রসঙ্গত, এদিন সিলেবাস শেষ না হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে৷ তাঁদের বক্তব্য ছিল সিলেবাস শেষ হয়নি, অথচ পরীক্ষা শুরু হয়ে গিয়েছে৷ এদিন পরীক্ষা প্রসঙ্গে আদালত যে বিষয়গুলি জানিয়েছে, তা হল-

•    পরীক্ষা নিয়ে যদি কোনও অভিযোগ থাকে তাহলে পরীক্ষা নিয়মকের কাছে আবেদন জানাতে হবে।
•    অফলাইন পরীক্ষা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতে একই রায় দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সিলেবাস শেষ করা প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ-কলকাতা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান৷ কী পড়ানো হয়েছে, প্রশ্নপত্রে কোন কোন বিষয় অগ্রাধিকার পাবে, তা তারা ভালো মতই জানে৷