হাইকোর্টে এখনই শুনানি হচ্ছে না তপন দত্ত খুনের মামলা, কী কারণ

হাইকোর্টে এখনই শুনানি হচ্ছে না তপন দত্ত খুনের মামলা, কী কারণ

কলকাতা: বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায় ১১ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের নেতাকর্মীদেরকেই অভিযুক্ত করেছেন নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। এফআইআর এর নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ ১৩ জন তৃণমূল নেতাকর্মীর। কিন্তু এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনই সেই মামলার শুনানি হচ্ছে না।

আরও পড়ুন- অন্য মেয়ের সঙ্গে পালিয়েছে স্বামী! উচিত শাস্তির দাবিতে সন্তানদের নিয়ে থানার সামনে ধরনায় স্ত্রী

আসলে এই মামলায় অন্যতম অভিযুক্ত অসিত গায়েন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। সেই মামলা এখনও শীর্ষ আদালতে বিচারাধীন। তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন জানানো হয়েছে সেই মামলার শুনানি গ্রহণ করা হবে ৩১ আগস্ট। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তির পর, তার আগে হাইকোর্টে মামলা শুনানি হবে না। উল্লেখ্য, ২০১১ সালে খুন হয়েছিলেন বালির পরিবেশবিদ তথা সক্রিয় তৃণমূল কর্মী তপন দত্ত। অভিযোগ উঠেছিল, জলাভূমি ভরাট করার প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়েছে।

ঘটনার পর রাজ্য সরকারের নির্দেশে তপন দত্ত খুনের মামলায় তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি৷ তদন্তের পর তারা জানিয়েছিল, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তপন৷ সে কারণেই তাঁকে খুন হতে হয়েছে। ২০১১ সালের ৩০ অগাস্ট মামলার চার্জশিট পেশ করে সিআইডি। ওই চার্জশিটে হাওড়ার একাধিক তৃণমূল নেতার উল্লেখ ছিল৷ তবে পরে আরেকটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। সেখানে কোনও কারণ উল্লেখ ছাড়াই ন’জনের নাম বাদ দেওয়া হয়৷ যাঁরা প্রত্যেকেই হাওড়ার তৃণমূল নেতা। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তথ্যপ্রমাণের অভাবে এই মামলা থেকে বেকসুর খালাস পান চার্জশিটে নাম থাকা বাকি পাঁচ অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *