৫৩টি দেশে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ছে! উদ্বেগে WHO

৫৩টি দেশে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ছে! উদ্বেগে WHO

জেনেভা: চলতি বছর শুরু থেকেই টিকাকরণ চলছে গোটা বিশ্বজুড়ে, কিন্তু উদ্বেগ যে কমেনি তা আরও একবার প্রকাশ পেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায়। কারণ তারা জানাচ্ছে যে, আরও একবার সংক্রমণ বাড়তে শুরু করেছে বিশ্বে। বিশেষত, ইউরোপে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ৫৩ দেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ বলে জানান হয়েছে। বড় আশঙ্কার বিষয়, গত সপ্তাহে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানান হয়েছে, গত চার সপ্তাহে দৈনিক সংক্রমণের নিরিখে আক্রান্তের সংখ্যা ৫৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে ইউরোপে। তাই মনে করা হচ্ছে, নতুন করে আবার করোনাভাইরাসের ‘এপিসেন্টার’ হতে চলেছে ইউরোপ। জার্মানি থেকে শুরু করে ফ্রান্স, ইংল্যান্ড সব দেশে বিগত কয়েকদিনে ভালোই বেড়েছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার ৩৭ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয় জার্মানিতে। টানা দ্বিতীয় দিন এই রেকর্ড। এদিকে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও ইতালিতে নতুন দৈনিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বছর করোনা মৃত্যুতে সবথেকে শোচনীয় অবস্থা ছিল এই দেশেরই। ফের একবার একই রকম আশঙ্কা করা হচ্ছে। 

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর বলেন, ইউরোপের পরিস্থিতি বিগত কয়েকদিনে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দিনে তা আরো খারাপ হতে পারে। এখন থেকে যদি নিয়মবিধি ঠিকঠাক না মনে হয় তাহলে আগামী বছরের শুরুতে আবার মৃত্যু মিছিল শুরু হতে পারে ইউরোপে। তিনি মনে করছেন, আগামী বছর গোড়াতেই কমপক্ষে ৫ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে করোনা ভাইরাস সংক্রমণে। তাই এখন থেকে আরও বেশি মাত্রায় সতর্ক হতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে ইউরোপে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছিল প্রায় ১০ লক্ষ মানুষের। এবার আবার ইউরোপে বাড়তে শুরু করেছে ভাইরাস সংক্রমণ। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, টিকাকরণ চালু রাখার পাশাপাশি ভাইরাস আটকাতে যাবতীয় করণীয় এখন করতে হবে সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =