শুভেন্দুর সুপারিশে বিধানসভায় চাকরি হয়েছে অনেকের, বিস্ফোরক অধ্যক্ষ

শুভেন্দুর সুপারিশে বিধানসভায় চাকরি হয়েছে অনেকের, বিস্ফোরক অধ্যক্ষ

কলকাতা: এসএসসি থেকে দমকল, পুলিশ এমনকী স্বাস্থ্য বিভাগে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এরই মধ্যে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুপারিশে বিধানসভায় চাকরি হয়েছে বেশ কয়েকজন কর্মীর৷

আরও পড়ুন- বিশ্বভারতীর বিরুদ্ধে কড়া হাইকোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা

আজ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘শুভেন্দুবাবুর সুপারিশে বিধানসভায় অন্তত তিনজন কর্মীকে নিয়োগ করা হয়েছে। বিধানসভার কর্মীদের নিয়ে বিরোধীদের যদি কোনও অসন্তোষ থাকে তবে তাঁদের সাহায্য নেওয়া বন্ধ করা হোক৷ আর্জি তাঁর। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে বিজেপি পদক্ষেপ করেছে, তার সমালোচনা করেন অধ্যক্ষ৷ তিনি বলেন, বিজেপি’র এই পদক্ষেপে বিধানসভার মর্যাদাহানী হয়েছে। বিধানসভায় এর আগে এমন ঘটনা ঘটেনিই দাবি তাঁর৷