শিয়ালদহ মেট্রো, তৃণমূলের বিরুদ্ধেই রাজনীতির অভিযোগে সরব দিলীপ

শিয়ালদহ মেট্রো, তৃণমূলের বিরুদ্ধেই রাজনীতির অভিযোগে সরব দিলীপ

খড়গপুর: শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত ঘিরে তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহ৷ এবার এই প্রসঙ্গেই রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই রাজনীতির অভিযোগে সরব বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপের দাবি, ‘‘অনেকদিন ধরেই চাইছিলাম তাড়াতাড়ি শুরু হোক৷ মানুষের সুবিধা হবে৷ সেটা সম্পন্ন হয়েছে। এক সময় রাজ্য করবে ভেবেছিল, কিন্তু করতে পারেনি৷ কেন্দ্র করেছে। আর এটা নিয়ে টিএমসি এখন রাজনীতি করছে। যারা কিছু করতে পারে না তারা শুধু রাজনীতি করে৷’’

বস্তুত, শিয়ালদহ মেট্রোর উদ্বোধন ঘিরে কেন্দ্র-রাজ্যের সংঘাত তুঙ্গে৷ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতার মহানাগরিক এমনকি রাজ্যপালকেও আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওঠে৷ সামনে আসে অসৌজন্যের ছবিটা৷ সূত্রের খবর, এরপরই আসরে নামে মেট্রো৷ আমন্ত্রণ পত্র পাঠানো হয় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে৷ 

যদিও দিলীপের দাবি, ‘‘যথাসময়ে আমন্ত্রণ জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷ যারা কোনওদিন বিরোধীদের আমন্ত্রণ জানান না তারা এটা নিয়ে ফালতু বিতর্ক করছে। মেদিনীপু-খড়গপুরে যখন কোনও প্রশাসনিক বৈঠক বা প্রশাসনিক মিটিং হয় সেখানে বিজেপির বিধায়ক সাংসদদের আমন্ত্রণ জানানো হয়নি কোনদিন। প্রশাসনিক বৈঠকটাকে পার্টির মিটিং মনে করেন উনি। সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি আমাদের প্রধানমন্ত্রী করেন। তাই যথাসময়ে সকলকে আমন্ত্রণ করেন। তাদের যাওয়ার মুখ নেই, কারণ ওরা যে ভাষায় সমালোচনা করছেন, কথা বলছেন তাতে ওরা যাবে কি করে! তাই মিথ্যে নাটক করছে!’’ রবিবার রাতে খড়্গপুরে এসে পৌঁছান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সকালে মর্নিং ওয়ার্ক সেরে চা চক্র যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ সেখানেই টেনে আনেন শিয়ালদহ মেট্রো উদ্বোধনের প্রসঙ্গটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =