মমতার ‘জিহাদ’ মন্তব্যের জের, হাইকোর্টে জনস্বার্থ মামলা

মমতার ‘জিহাদ’ মন্তব্যের জের, হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জিহাদ’ মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারী নাজিয়া এলাহি খানের আইনজীবী আদালতে স্পষ্ট জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য আশাতীত নয়। বিরোধী দল সম্পর্কে শাসক দলের এই মন্তব্য কি বাঞ্ছিত? এমন প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এখনও এই মন্তব্য প্রত্যাহার করেননি।

আরও পড়ুন- রাজ্যপাল সই না করলে শিশুসুলভ আচরণ হবে, আচার্য বিল নিয়ে কটাক্ষ চন্দ্রিমার

আসলে সম্প্রতি ২১ জুলাইয়ের আসন্ন কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে বলেছিলেন, সেদিন বিজেপির বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করা হবে। তাঁর এই মন্তব্যে বিরোধিতা করে আগেই সরব হয়েছিল বিজেপি। এখন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার কারণে আরও বিতর্ক বাড়ল এই ইস্যুতে। যদিও, আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেছেন, এই জনস্বার্থ মামলাটি গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। যে মন্তব্য করা হয়েছে তা কোনও ক্ষতির উদ্দেশে নয়। জিহাদ মানে ‘স্ট্রাগল’ এবং ‘ফাইট’। তিনি আরও বলেন, বিজেপি মানেই শুধু হিন্দুর পার্টি নয় এবং তৃণমূল মানে মুসলিমের পার্টি নয়। বিজেপি বলে, কংগ্রেস মুক্ত ভারত। তবে কি কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ করতে বলা হয়? সেটা যদি না হয়, তবে এখন এ নিয়ে অযথা ‘বিতর্ক’ করা অনুচিত।

এদিকে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলার কপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে বলেছে। যদিও মামলাকারীর আইনজীবীর দাবি, ইতিমধ্যেই তাঁকে মামলার কপি পাঠানো হয়েছে কিন্তু তিনি তা গ্রহণ করেননি। ২ সপ্তাহ পর ফের মামলাটির শুনানি রয়েছে। উল্লেখ্য, গত ২৮ জুন পশ্চিম বর্ধমানের আসানসোলে আয়োজিত কর্মিসভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =