কলকাতা: বিধানসভার গত বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী বিধায়কদের তুমুল সংঘাতের ঘটনায় শোরগোল পড়েছিল৷ এই অশান্তির জল বহুদূর গড়ায়৷ গোটা অধিবেশনের জন্য কার্যত সাসপেন্ড থাকতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির সাত বিধায়ককে৷ শাসকদলের অভিযোগ, সেদিন শুভেন্দুর নেতৃত্বে বিধানসভাকক্ষে এই গোল পাকিয়েছিল বিরোধী বিধায়করা। রীতিমতো গুন্ডামি করেছিল তাঁরা৷ এই ঘটনায় বিরোধী বিধায়কদের নামে হেয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর খারিজ করার পাল্টা আর্জি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থা হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি বিবেক চৌধুরী। চলতি সপ্তাহেই রায় দানের সম্ভাবনা।
আরও পড়ুন- চন্দ্রমুখী আলু বিকচ্ছে ৪০ টাকায়, সেঞ্চুরির দোরগোড়ায় বেগুন! আকাশ ছোঁয়া মাছ-মাংস
উল্লেখ্য, ওই দিন বাজেট অধিবেশনে হাঁসখালি, মাটিয়া, শান্তিনিকেতন-সহ একাধিক ধর্ষণের ঘটনায় প্রসঙ্গ তুলে বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছিলেন। সেটা নিয়েই গোলমাল বাঁধে। তবে বিধানসভায় হাতাহাতির নজির এর আগেও দেখা গিয়েছে৷ একবার চিটফান্ড ইস্যুতে এমন ঘটনার সাক্ষী থাকতে হয়েছিল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>