দ্রৌপদীর মুখে মমতার ‘জয় বাংলা স্লোগান’, অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতারা

দ্রৌপদীর মুখে মমতার ‘জয় বাংলা স্লোগান’, অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতারা

51fd2d3f99adedcd6424fb5d26953b0e

কলকাতা: একুশের বিধানসভা ভোটের আগে স্লোগান তরজায় জড়িয়েছিল যুযুধান দুই রাজনৈতিক শিবির৷  বিজেপির ‘‌জয় শ্রীরাম’‌ স্লোগানের পাল্টা ‘‌জয় বাংলা’‌ স্লোগান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসে তৃণমূল নেত্রীর দেওয়া সেই স্লোগান শোনা গেল এনডিএ–এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর গলায়। রাজ্যের বিজেপি সাংসদ, বিধায়কদের কাছে ভোটের আর্জি জানাতে এসে ‘‌ভারতমাতা কি জয়’‌–এর পাশাপাশি ‘‌জয় বাংলা’‌– স্লোদান দেন বিজেপি’র অন্যতম আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদীর মুখে এই স্লোগানে কিছুটা হলেও বিব্রত রাজ্যের বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন- ‘আপনাদের বিবস্ত্র করে ছাড়ব’, হুঁশিয়ারি নীলাদ্রি শেখর দানার, AIMS-কাণ্ডে জেরা BJP বিধায়কের পুত্রবধূকেও

বাংলা সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সায়েন্স সিটির কাছে একটি পাঁচ তারা হোটেলে বিজেপির সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এনডিএ–এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিন বিজেপির ৭০ জন বিধায়কের মধ্যে অধিকাংশই উপস্থিত ছিলেন৷ তবে অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেননি অশোক লাহিড়ী। অন্যদিকে, আমন্ত্রণ পাননি অর্জুন পুত্র পবন সিং৷ এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নীরজ জিম্বা, মুকুটমণি অধিকারী ও বিষ্ণুপ্রসাদ শর্মা৷ দুই সাংসদ রাজু বিস্ত ও ড. সুভাষ সরকারও আসতে পারেননি। এই পরিস্থিতিতে উপস্থিত সাংসদ, বিধায়কদের নিয়েই বৈঠক করে দ্রৌপদী মুর্মু৷ তিনি বলেন, ‘‌বঙ্গ ও কলিঙ্গের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। আশা করছি, ২৯৪ জন বিধায়ক ও ৪২ জন সাংসদের সমর্থন পাব।’‌ এই সফরেই দ্রৌপদী মুর্মুর মুখে শোনা যায় ‘‌ভারতমাতা কি জয়, জয় ভারত, জয় বাংলা’‌ স্লোগান।