বাঁকুড়া: পাঁচ পয়সার জাহাজ। না, জাহাজের দাম ৫ পয়সা নয়। পুরনো পাঁচ পয়সার কয়েন দিয়ে তৈরি করা হয়েছে একটি সুদর্শনীয় জাহাজ। আর এই সুদর্শন শিল্পকলাটি করেছেন বাঁকুড়ার এক শিক্ষিকা। বাড়িতে জমে থাকা পুরানো পাঁচ পয়সার কয়েন দিয়েই বানিয়ে ফেলেছেন এক আস্ত জাহাজ। জলে না নামলেও, মাটিতে আপাতত সাড়া ফেলেছে বাঁকুড়ার শিক্ষিকার তৈরি এই জাহাজ।
অনবদ্য এই শিল্পকলাটি তৈরি করেছেন বাঁকুড়া জেলার সারেঙ্গার চৈতালি মহাপাত্র। চৈতালিদেবী পেশায় একজন স্কুলশিক্ষিকা। তবে তাঁর নেশা নানা শিল্পকলায়। আর অভাবনীয় সেই শিল্পভাবনা থেকেই তিনি বাড়িতে নিজের হাতে বানিয়ে ফেলেছেন এই পাঁচ পয়সার জাহাজ। তিনি জানিয়েছেন আজ থেকে প্রায় ২৮ বছর আগেই তিনি তৈরি করেছিলেন এই জাহাজ। বাড়িতে জমে থাকা পুরানো পাঁচ পয়সার কয়েন দিয়েই তিনি তৈরি করেছেন জাহাজটি।
তবে শুধু জাহাজ নয়, চৈতালিদেবীর ঘরজুড়ে রয়েছে আরও নানা শিল্পকলার নিদর্শন। পুরানো কেটলির স্মৃতি ধরে রাখতে তিনি সেটিকেও স্থান দিয়েছেন তাঁর শোকেসে। এছাড়াও বাগান পরিচর্যার বিশেষ নেশা রয়েছে এই স্কুলশিক্ষিকার। সোনার তরী নাম দেওয়া বাড়িটিতে। সেখানে প্রবেশ করলেই দেখা যায় সাজানো গোছানো একটি বাগান। এই সমস্ত কিছু পরিচর্চা করেন শিক্ষিকা নিজের হাতেই। তবে তাঁর বাগানের চেয়েও এখন তাঁর নিজের হাতের তৈরি পাঁচ পয়সার জাহাজ নজর কেড়েছে বাঁকুড়াবাসীর।