দিল্লি গিয়ে তৃণমূলকে ভোট দেবেন শুভেন্দুর ভাই! হলটা কী

দিল্লি গিয়ে তৃণমূলকে ভোট দেবেন শুভেন্দুর ভাই! হলটা কী

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে তিনি যশবন্ত সিনহাকে ভোট দেবেন। এমনটাই জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী! তাঁর এই মন্তব্য বিরাট আলোচনা শুরু হয়েছে। তমলুকের সাংসদ জানিয়েছেন, দল বলেনি বিধানসভায় যেতে, তাই দিল্লি গিয়ে ভোট দিতে চান তিনি। এখানে দল বলতে তিনি তৃণমূল কংগ্রেসকেই বুঝিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তাঁর এই বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন- উত্তরপ্রদেশ মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক জাতীয় সংগীত

শুভেন্দু অধিকারীর ভাইয়ের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে কার্যত কটাক্ষ করে কুণাল ঘোষ টুইট করে বলেছেন, ”শুনলাম @AITCofficial থেকে নির্বাচিত কোনো MP বলেছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন, কিন্তু দিল্লি গিয়ে গোপন ব্যালটে দেবেন। তিনি বরং 17/7 কাঁথিতে 21 জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝব মিথ্যা।” (লেখনি অপরিবর্তিত)। যদিও দিব্যেন্দু নিজের সিদ্ধান্তে অনড় এবং এই সিদ্ধান্ত নেওয়ার কারণও এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ব্যক্ত করেছেন।

শুভেন্দুর ভাই জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস দল তাঁকে এই নিয়ে কোনও নির্দেশ দেয়নি আর যদিও তাঁকে বিধানসভায় এসে ভোট দিতে হয় সেক্ষেত্রে দশ দিন আগে নির্বাচন কমিশনারকে জানাতে হত। দলের নির্দেশ না থাকায় সেটা করা যায়নি। তবে গোপন ভোট হলেও তিনি আশ্বাস দিয়ে বলেছেন যে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন তিনি। তারপর দল বিচার করে দেখবে। যদিও কুণাল ঘোষ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বরং বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি আগে যা মন্তব্য করেছেন, যে ভাষা প্রয়োগ করেছেন তার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চান, তারপর তাঁর কথার উত্তর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =