কলকাতা পুরসভার সচিব পরিচয়ে ভুয়ো নিয়োগপত্র! ‘প্রতারণা’র অভিযোগে গ্রেফতার ২

কলকাতা পুরসভার সচিব পরিচয়ে ভুয়ো নিয়োগপত্র! ‘প্রতারণা’র অভিযোগে গ্রেফতার ২

d556b7c7830fd77f941400af1885792b

কলকাতা: এসএসসি থেকে পুলিশ, দমকল, একাধিক চাকরিতে নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় রাজ্য, তখন প্রকাশ্যে এল ভুয়ো নিয়োগপত্রের অভিযোগ৷ তাও আবার কলকাতা পুরসভার নামে৷ মেল করে চাকরিপ্রার্থীদের কাছে৷ 

আরও পড়ুন- ভাটপাড়া-আসানসোলে ফের চলল গুলি, হল মৃত্যুও

কলকাতা পুরসভায় চাকরির নিয়োগপত্র মেল মারফত পেয়েছিলেন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। পরে তাঁরা জানতে পারেন, সেই নিয়োগপত্র আদতে ভুয়ো। অভিযোগ জানান পুরসভায়৷ তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। শনিবার তাঁদের আদালতে তোলা হয়। 

এই বিষয়টি প্রথম পুরসভার নজরে আনেন ‘প্রতারিত’ এক যুবক। তিনি মেলের মাধ্যমে চাকরির ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন। বিষয়টি জানার পরেই সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেন পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ৷ কিন্তু কী ভাবে পাঠানো হল এই ভুয়ো নিয়োগ পত্র? জানা গিয়েছে, পুরসভার সচিবের ইমেল আইডির মতো একটি ভুয়ো আইডি তৈরি করে অভিযুক্ত। কিছু ভুয়ো নথিও তৈরি করা হয়। এর পর সেই ভুয়ো আইডি থেকে চাকরির নিয়োগপত্র ইমেল করে পাঠানো হয়৷ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে৷  

তদন্তে নেমে নদিয়ার রানাঘাটের ধানতলা এবং তাহেরপুর এলাকায় তল্লাশি চালিয়ে অভিজিৎ সাধু (২৭) এবং রকি মৃধা (৩০) নামে দুই তরুণকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেন তদন্তকারী অফিসাররা৷