আজই বাংলার রাজ্যপাল পদে শপথ নেবেন লা গনেশন, আসতে পারেন মমতা

আজই বাংলার রাজ্যপাল পদে শপথ নেবেন লা গনেশন, আসতে পারেন মমতা

কলকাতা:  আজই পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷৷ সন্ধ্যে সাতটায় রাজভবনে শপথ নেবেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ শোনা যাচ্ছে, রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- রাষ্ট্রপতি ভোটেও চলছে টাকার খেলা, দাবি যশবন্তের, ক্রস ভোটিং তরজায় তৃণমূলের আদিবাসী বিধায়করা

শপথ গ্রহণের পরেই মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে  নিজের দায়িত্ব পালনের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্বও পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।’

ধনকড়ের ইস্তফার পর শোনা যাচ্ছিল, প্রতিবেশি কোনও রাজ্যের রাজ্যপালকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হবে। সেই মতোই ধনকড়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়৷ এবং বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করা হয়৷