ফায়ার অপারেটর নিয়োগ দুর্নীতি মামলায় কড়া আদালত, জরিমানা পিএসসি’কে

ফায়ার অপারেটর নিয়োগ দুর্নীতি মামলায় কড়া আদালত, জরিমানা পিএসসি’কে

কলকাতা: দমকল নিয়োগ সংক্রান্ত মামলায় পাবলিক সার্ভিস কমিশনকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। এই ইস্যুতে তথ্য চাওয়া হয়েছিল তাদের কাছে কিন্তু তথ্য জমা দিতে আরও দু’সপ্তাহ সময় চেয়েছে পাবলিক সার্ভিস কমিশন। এই সময় চাওয়ায় পাবলিক সার্ভিস কমিশনকে ১০ হাজার টাকার জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য লিগাল সার্ভিস অথরিটিকে এক সপ্তাহের মধ্যে টাকা জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তিন সপ্তাহ পর এই মামলার শুনানি। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে কোনও নিয়োগ করা যাবে না।

আরও পড়ুন- ‘দুর্নীতি’-র পাকে SSC! অস্বচ্ছতা রুখতে পরীক্ষা পদ্ধতিতেই বড় বদল আনতে চলেছে কমিশন

দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ আগেই দিয়েছিল আদালত। প্রায় দেড় হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়৷ মামলাকারীদের অভিযোগ, সংরক্ষণ, খেলোয়াড় কোটায় বিশেষ সংরক্ষণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে কর্মপ্রার্থীরা প্রথমে SAT-এর দ্বারস্থ হন। SAT সেই মামলা খারিজ করে দিলে SAT-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীরা।

আসলে আসলে ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয় কিন্তু পরে অভিযোগ উঠতে থাকে যে প্রশ্নে ভুল ছিল। তাই ফলপ্রকাশের পর থেকেই একাধিক সমস্যা বাড়তে থাকে। প্রাথমিক পর্যায়ে স্যাটের দ্বারস্থ হয়েছিল পরীক্ষার্থীরা কিন্তু তাতে কোনও লাভ না হওয়ার অবশেষে তারা কলকাতা হাইকোর্টে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =