কলকাতা: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবেই জানিয়েছিলেন যে, মুকুল রায় আদতে দলত্যাগ করেননি তাই এই ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দাঁড়ায় না। তিনি আছেন বিজেপিতেই। কিন্তু আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এসে সব যেন আবার গুলিয়ে দিলেন খোদ বিধায়ক মুকুল রায়। বিধানসভায় ভোট দিয়ে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তিনি সকলকে জানান, বিজেপির বিধায়ক নন তিনি। ফলে আবার এই ইস্যু নিয়ে বিতর্ক শুরু হল নতুন করে।
আরও পড়ুন- ৭৫ পেরিয়েও ফিট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে তাক লাগালেন কালনা স্কুলের দিদিমণি
কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় আজ বিধানসভায় ভোট দান করে গাড়িতে ওঠেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, তিনি বিজেপি বিধায়ক নন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন তৃণমূলের প্রার্থীকেই এবং সেই প্রার্থীই জিতবে বলেই আশাবাদী তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোলা ক্রস ভোটিং নিয়ে মুকুলের বক্তব্য, ওটা একেবারেই বাজে কথা। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এসে মুকুল যে আবার বিধায়ক পদ নিয়ে তরযা বাড়িয়ে দিলেন তা স্পষ্ট। প্রসঙ্গত, আগেই মুকুলের বিধায়ক পদ বাতিলের দাবি তুলে সরব হয় বিজেপি, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করে চরম হুঁশিয়ারিও দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তবে এখনও সকলের মনে পড়ে সেই সাংবাদিক বৈঠকের কথা যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। মুকুলের মতো তাঁর ছেলে শুভ্রাংশুও ছিলেন সেদিন সেখানে। এরপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয় বিজেপি।