কলকাতা: ২১ জুলাই হাওড়ার উলবেড়িয়ায় বিজেপির রাজনৈতিক সভার অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি শিবির। এদিন এই মামলার শুনানিতে তারা আদালতে জানিয়েছে, ২১ জুলাইয়ে তারা একটি রাজনৈতিক সভা করতে চেয়েছে এবং তার জন্যই উলুবেড়িয়া সাব ডিভিশন এলাকায় পুলিশের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাদের অনুমতি দেয়নি বলে অভিযোগ। সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু আদালত অন্য একটি প্রশ্ন তুলেছে এই ইস্যুতে।
আরও পড়ুন- রাজ্যপালের আসনে বসতে আপত্তি নেই শিশিরের, পরোক্ষে নিজেই জানালেন সেকথা
আজ এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান হয়েছিল এবং হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সেই আবেদন মঞ্জুর করেন। তবে শুনানিতে তিনি প্রশ্ন তোলেন, বিজেপি কেন বেছে বেছে ২১ জুলাইয়ের দিনেই এই সভা রাখল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পের প্রচার অন্য দিন কি রাখা যেত না? তাই আপাতত এটা নিশ্চিত নয় যে ২১ জুলাই বিজেপির সভা হতে পারে উলুবেড়িয়াতে। কারণ ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এই অনুষ্ঠান যাতে ভার্চুয়ালি করা হয় সেই আবেদন করে আবার আদালতে মামলা হয়েছে।
দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের সমাবেশ হলে ৮ থেকে ১০ লক্ষ মানুষের জমায়েত হবে৷ পরিস্থিতি বিবেচনা করে প্রকাশ্যে ২১-এর সমাবেশ করা উচিত নয়। বদলে ভার্চুয়ালি হোক ২১ জুলাই পালন৷ এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার বিকেলের পর সেই মামলার রায় দেবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।