শীতের আবহে বাড়তে পারে সংক্রমণ! ‘বুস্টার ডোজ’ চালু করল আমেরিকা

শীতের আবহে বাড়তে পারে সংক্রমণ! ‘বুস্টার ডোজ’ চালু করল আমেরিকা

ওয়াশিংটন: করোনাভাইরাস টিকাকরণ শুরু হওয়ার পর থেকে মাঝে কিছুটা যেন সংক্রমণ কমে ছিল কিন্তু এখন আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ভারত সহ একাধিক দেশের এই একই অবস্থা। সেই প্রেক্ষিতে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই আমেরিকাতে করোনা ভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়ে গেল। ফাইজার এবং মডার্নার তৈরি করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ প্রয়োগে অনুমোদন দিয়েছে মার্কিন ওষুধ নিয়ামক সংস্থার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

সংস্থার তরফে জানানো হয়েছে, ফাইজার বা মডার্নার করোনা ভাইরাস টিকার প্রাথমিক ডোজ নেওয়ার ৬ মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে এবং ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউ মার্কিন নাগরিক এই ডোজ নিতে পারেন। এই পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে, শীতের মরসুমের দিকে যত এগোনো হচ্ছে ততবেশি আক্রান্তের সংখ্যা আমেরিকায় বাড়তে শুরু করেছে। ফলে আগামী দিনে যে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। সেই কারণে এখন প্রাপ্তবয়স্ক হলেই করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে পরামর্শ দিচ্ছে প্রশাসন। এর আগে শুধুমাত্র ৬৫ বছরের বেশি ব্যক্তিদের জন্য এই বুস্টার ডোজ চালু ছিল কিন্তু এখন তা প্রাপ্তবয়স্ক হলেই নেওয়া যাবে।

এর পাশাপাশি আরও জানানো হয়েছে, যারা মনে করবেন যে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তারাও এই বুস্টার ডোজ নিতে পারেন। তবে অবশ্যই সেই ব্যক্তিকে করোনা ভাইরাস টিকার প্রাথমিক দুটি ডোজ নিয়ে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 13 =