‘এখানে একটাই লোকনাথ, মমতা বন্দ্যোপাধ্যায়’, ফের ‘বেফাঁস’ মদন

‘এখানে একটাই লোকনাথ, মমতা বন্দ্যোপাধ্যায়’, ফের ‘বেফাঁস’ মদন

কলকাতা: মা সারদা, রানি রাসমণি, ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে ইতিমধ্যেই একাধিক তৃণমূল কংগ্রেস নেতা বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁদের এই তুলনামূলক মন্তব্যের কারণ কার্যত ঝড় বয়ে গিয়েছে রাজ্যে। বিভিন্ন স্তর থেকে করা হয়েছে সমালোচনা। এবার এইরূপ বিতর্ক আবার ফিরিয়ে আনলেন অন্য এক তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকনাথ বাবা’র সঙ্গে তুলনা করেছেন। রাষ্ট্রপতি ভোট সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েই এই ধরণের মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক।

আরও পড়ুন- ২১ জুলাই কেন, অন্য দিন সভা রাখা যেত না? বিজেপিকে প্রশ্ন আদালতের

রাষ্ট্রপতি ভোট সম্পর্কে কথা বলতে গিয়ে মদন মন্তব্য করেন, ”আমার দল যাকে প্রার্থী করেছে তাকে ভোট দেওয়া আমার নৈতিক দায়িত্ব। যদিও কোনও হুইপ হয় না। কিন্তু, আমি মনে করি এটা মহারাষ্ট্র নয়, এখানে কোনও একনাথ নেই। এখানে একটাই লোকনাথ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনও বিবেক ভোটের চান্স নেই।” তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই পুনরায় সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল, বিশিষ্টজনেরাও অসন্তোষ প্রকাশ করেছেন এই ধরণের মন্তব্যের কারণে। এর আগে মদনের মতোই তৃণমূল বিধায়ক নির্মল মাজি, বিশ্বজিৎ দাস বিতর্কের কেন্দ্রে পড়েছিলেন।

নির্মল মাজি এক সভায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন। তা নিয়ে তীব্র নিন্দা করে রামকৃষ্ণ মিশন। ব্যাপক বিতর্ক হয় এই ইস্যুতে। আবার এর পরেই বিধায়ক বিশ্বজিৎ দাস এক সভায় রানি রাসমনির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন। অন্য একটি সভায় তিনিই ভগিনী নিবেদিতার সঙ্গেও তাঁর তুলনা টানেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =