কলকাতা: বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উলুবেড়িয়ায় সভা করবে বলে ঠিক করেছিল বিজেপি। ২১ জুলাই সেই সভা করা নিয়ে প্রশ্ন ওঠে এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। দীর্ঘ টানাপোড়েন এবং প্রশ্নের সম্মুখিন হওয়ার পরেও আদালত বিজেপিকে সভার অনুমতি দেয় কিন্তু শর্ত ছিল। তবে অনুমতি পাওয়ার পরেও সভা করা থেকে পিছু হটল বিজেপি। ২১ জুলাইয়ের সভা বাতিল করা হয়েছে দলের তরফে।
আরও পড়ুন- উদয়ন থেকে রবীন্দ্রনাথ ‘ভাগ্য ফেরাতে’ এবার সাধুর দুয়ারে শাসক দলের নেতারা?
কলকাতা হাইকোর্ট শুরু থেকেই প্রশ্ন তুলেছিল যে কেন ২১ জুলাই এই সভা করার কথা ভাবা হয়েছে। অন্য দিন কেন সভা করা যাবে না সেই কথাও জানতে চাওয়া হয়। বিজেপির তরফ থেকে নিজেদের মতো যুক্তি দেওয়া হয়েছিল। অবশেষে একাধিক শর্তে সেই সভা করা অনুমতি দিয়েছিল হাইকোর্ট। কিন্তু বিজেপি অনুমতি পাওয়ার পরেও সভা করবে না বলে জানিয়েছে। কিন্তু কেন? দলের তরফ থেকে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট অনুমতি দিলেও একাধিক অসুবিধা রয়েছে তাদের। তাই সভা করবে না তারা ২১ জুলাই। সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন খোদ শুভেন্দু অধিকারী। বলেন, হাইকোর্টকে দিয়ে এমন শর্ত দেওয়া হয়েছে যা সভা করা পক্ষে নয়।
হাইকোর্ট জানিয়েছিল, সভার অনুষ্ঠান দিনের আলোয় নয়, করতে হবে রাত আটটার সময়। পাশাপাশি অনুষ্ঠানের সূচি সম্পর্কে উলুবেড়িয়া থানায় সমস্ত তথ্য জমা দিতে হবে মামলাকারীকে। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছিল, হাওড়া জেলার স্থানীয় মানুষ ছাড়া এই সভায় অন্য কেউ আসতে পারবেন না। এই বিষয়টি বিজেপি নেতৃত্বকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ বাইরে কোনও লোক এই সভায় ঢোকার অনুমতি পাবেন না শুধু বক্তা বাইরের হতে পারেন। আদালত আরও জানিয়েছে, রাত ১০ টা পর্যন্ত এই সভা করা যাবে তার বেশি সময়ে নয়। আর এই সভা থেকে কোনও রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না।