কী বার্তা দিতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নজর ২১ জুলাইয়ের মঞ্চে

কী বার্তা দিতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নজর ২১ জুলাইয়ের মঞ্চে

কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট৷ তার পরেই লোকসভা নির্বাচন৷ তার আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন, তা জানতে মুখিয়ে রয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা৷ তাছাড়া আজ সমাবেশের পর বিকেলে সাংসদদের নিয়েও বৈঠকে বসবেন তিনি৷ ফলে বৃহস্পতিবার অনেকটাই স্পষ্ট হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান৷ 

আরও পড়ুন-  মুখ্যমন্ত্রীর এক ঝলক পেতে কালীঘাটে লম্বা লাইন সমর্থকদের

তাৎপর্যপূর্ণ ভাবে আজ বিকেলেই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তৃণমূল৷ ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকরের বিরুদ্ধে বিরোধী শিবিরের তরফে প্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তারপরেও তা নিয়ে আলাদা করে সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠকে বসবে তৃণমূল৷ তাদের অবস্থান নিয়েও একটা কৌতূহল তৈরি হয়েছে৷ 

দলের রাজনৈতিক কর্মসূচি হিসেবে একুশে জুলাইয়ের গুরুত্ব তৃণমূলের কাছে অপরিসীম। বিশেষ করে প্রতি বছরই এই দিনে পরবর্তী এক বছরের জন্য দলের লক্ষ্য নির্দিষ্ট করে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক প্রস্তুতির বার্তাও দিয়ে থাকেন তিনি৷