ধর্মতলার সমাবেশে আসা লোকজন থাকবে, তাই ছুটি ঘোষণা স্কুলে!

ধর্মতলার সমাবেশে আসা লোকজন থাকবে, তাই ছুটি ঘোষণা স্কুলে!

756527ec16c507d07bbf8bb69ba6b604

কলকাতা:  ২১ জুলাইয়ের প্রস্তুতির জন্য ২০ জলাই থেকেই ছুটি দিয়ে দেওয়া হয়েছিল স্কুল৷ বৃহস্পতিবার ধর্মতলার সভায় যাঁরা আসবেন, তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে মানিকতলা এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি স্কুলে৷ এমনটাই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মীনাক্ষী গুপ্ত। 

আরও পড়ুন- কী বার্তা দিতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নজর ২১ জুলাইয়ের মঞ্চে

মানিকতলা চালতাবাগান এলাকায় জয়সওয়াল বিদ্যামন্দিরের পড়ুয়ারা বুধবার স্কুলে গিয়ে জানতে পারে স্কুল বন্ধ। ফলে বাড়ি ফিরে যেতে হয় তাদের। পড়ুয়ারা জানায়, আগে থেকে স্কুল ছুটির কথা জানানো হয়নি তাদের। বুধবার বেলা ১২টা নাগাদ ওই স্কুলে গিয়ে দেখা যায় সেখানে একজনও পড়ুয়া নেই। বসে রয়েছেন কয়েক জন শিক্ষক৷ স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস জানান, ২১ জুলাইয়ের সভায় দূর দূর থেকে আসা লোকজন স্কুলে থাকবেন৷ স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন স্কুল যেন ২০ জুলাই থেকেই ফাঁকা রাখা হয়। তাই বুধবার থেকেই স্কুল ছুটির কথা ঘোষণা করা হয়েছে৷ যে কোনও সময়েই লোকজন ঢুকে পড়তে পারে। এই অবস্থায় কী ভাবে স্কুল খোলা সম্ভব?’’ শিক্ষকরা জানান, মূলত রাতে থাকা এবং শৌচাগার ব্যবহারের জন্যই স্কুল ব্যবহার করা হবে৷ 

মানিকতলা এলাকারই আরও একটি স্কুল, রঘুমল আর্য বিদ্যালয়েও সভায় আসা লোকদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ তবে স্কুল ছুটি দেওয়া হয়নি। ক্লাস চলছিল। স্কুলের প্রধান শিক্ষক দীনেশ সিং বলেন, ‘‘কাউন্সিলর চিঠি লিখে জানিয়েছেন যে ২১ তারিখ সমাবেশ উপলক্ষে বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁদের থাকার জন্য স্কুলবাড়ি ছেড়ে দিতে হবে। তার জন্য যাবতীয় ব্যবস্থা ওঁরাই করবেন। লোকজন চলে এলেই স্কুল ফাঁকা করে দেব।’’