কেন আজই সোনিয়াকে ডাকল ইডি? কেন এদিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল? প্রশ্ন সুদীপের

কেন আজই সোনিয়াকে ডাকল ইডি? কেন এদিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল? প্রশ্ন সুদীপের

কলকাতা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ তা গোটা দেশের লোক জানে। গত দু’বছর এই সমাবেশ করা যায়নি করোনা ভাইরাস পরিস্থিতির জন্য। কিন্তু এবার পুরনো দিনের মতোই জন সমাবেশ হচ্ছে ধর্মতলায়। তৃণমূলের দাবি, রেকর্ড ভিড় হবে। কিন্তু তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন যে, এই জনসভা বাঞ্চাল করার বহু চেষ্টা করা হয়েছে। তাঁর সরাসরি নিশানা বিজেপিকে।

আরও পড়ুন- কলকাতায় মানেকা-বরুণ! ২১-র মঞ্চে কি যোগদান, তীব্র জল্পনা

এদিন ধর্মতলার মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, ২১ জুলাই বাংলার কাছে কতটা গুরুত্বপূর্ণ সকলে জানে। তা সত্ত্বেও কেন আজই ইডিকে দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তলব করা হল? আজই কেন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হল? যদিও এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন সুদীপ। তাঁর কথায়, গোটা দেশের নজর বাংলা তথা তৃণমূলের ২১ জুলাই থেকে ঘুরিয়ে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুদীপ বঙ্গ বিজেপিকেও কটাক্ষ করে বলেন, সিপিএমকে শূন্য করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যাদের শূন্য করার জন্য এগোচ্ছেন তারা আবার এই দিন আলাদা কর্মসূচি করতে চাইছে। তারা উন্মাদের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =