‘রামকৃষ্ণ… তৃণমূল’, ২১-র মঞ্চে এ কী বললেন মমতা

‘রামকৃষ্ণ… তৃণমূল’, ২১-র মঞ্চে এ কী বললেন মমতা

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ মানেই নতুন নতুন স্লোগান। বিরাট এই জনসভা মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করেন একাধিক স্লোগান এবং সমবেতভাবে জাতীয় সঙ্গীত গেয়ে। কিন্তু এবারের ২১-র মঞ্চে অনেকগুলি যে স্লোগান উঠেছে তার মধ্যে একটি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। তা হল, ‘রামকৃষ্ণ… তৃণমূল’। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান তোলেন দলীয় সদস্যদের নিয়ে। এই স্লোগান শোনার পরেই হইচই।

আরও পড়ুন- বাম আমলে কী ভাবে চাকরি হয়েছিল? ফাইল খুলব? হুঁশিয়ারি মমতার

এদিন নিজের বক্তব্য শেষ করার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিপুল কর্মী-সমর্থকদের নিয়ে স্লোগান দিতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি অনুসারেই স্লোগানের একভাগ তিনি বলবেন, বাকিটা সমর্থকরা। তিনি বলতে শুরু করেন, ‘মা-বোনেরা…’ বাকিরা বলে ‘তৃণমূল।’ এইভাবেই চলতে থাকে, ‘ভাই-বোনেরা… তৃণমূল’, ‘চাকরি দেবে… তৃণমূল’, ‘খাদ্য দেবে… তৃণমূল’। একে একে নিজেদের প্রকল্পের নাম নিতে থাকার সময় আচমকাই মমতা বলেন, ‘রামকৃষ্ণ…’ পাশে থেকে আওয়াজ তোলা হয় ‘তৃণমূল!’ সঙ্গে সঙ্গেই তিনি স্লোগান থামিয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, ”রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি। ওনার কথাগুলো আমরা বিশ্বাস করি।” তবে ততক্ষণ সোশ্যাল মিডিয়ায় এই স্লোগান ভাইরাল হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =