রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রস ভোট হয়নি, বিরোধীদের দাবি পত্রপাঠ খারিজ কুণালের

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রস ভোট হয়নি, বিরোধীদের দাবি পত্রপাঠ খারিজ কুণালের

ca09c0c8cf8a09974af034545cfb495e

কলকাতা:  রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ক্রস ভোট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ শুভেন্দু অধিকারীর দাবি, বাংলায় ১টি ক্রস ভোট হয়েছে৷ যদিও সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, রাজ্যে কোনও ক্রস ভোট হয়নি৷ এটা ক্রস ভোটিংয়ের বিষয়ই নয়। ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল থেকে কোনও ভোট বিজেপি’তে যায়নি৷ তাঁর কথায়, অনেক নতুন বিধায়ক এবার ভোট দিয়েছেন৷ কোনও ভুল ভ্রান্তি হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হবে৷ তবে কোনও ভাবেই তৃণমূল থেকে বিজেপি’তে ভোট চলে যায়নি৷ ক্রস ভোটিংয়েরও কোনও প্রশ্ন নেই৷ 

আরও পড়ুন- জিজ্ঞাসাবাদ চলাকালীন ‘অসুস্থ’ পার্থ, সঙ্গে সঙ্গে ডাকা হল চিকিৎসক

তোপ দেগে কুণাল আরও বলেন, আসলে বিজেপি ও তাঁদের দলনেতা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ গতকাল কলকাতার বুকে যে সমাবেশ হয়েছে সেটা দেখার পর উনি রাজনৈতিক অস্তিত্বের সংকটে ভুগছেন৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ ওঁরা টিকে রয়েছে শুধুমাত্র ফেসবুক, টুইটারে৷ কোনও দিন নেট বন্ধ হলে আর বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না৷ 

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরই দাবি উঠেছিল বাংলা বিধানসভায় ক্রস ভোটিং হয়েছে৷ ২৯১টি ভোটের মধ্যে তৃণমূলের ভোট ২১৬টি৷ এবং বিজেপির ভোট ৭১। বাতিল হয়েছে ৪টি ভোট। ২৯৪টি ভোটের মধ্যে ভোট পড়েনি ২ জনের৷  ভোটদানে বিরত ছিল আইএসএফ৷  শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ৭০টির বেশি ভোট পড়লে বুঝতে হবে ক্রস ভোট হয়েছে। সেই অঙ্ক মেলালে বাংলা বিধানসভায় একটি ভোট বেশি পেয়েছে বিজেপি।

ভোটের দিন বাসে করে বিধানসভায় এসেছিলেন বিজেপি’র ৬৬ জন বিধায়ক৷ আলাদা গাড়িতে করে ভোট দিতে যান বিজেপি’র তিনজন বিধায়ক৷ অর্জুনপুত্র পবন সিং-এর ভোট ধরেই বিজেপি’র ভোট পড়ার কথা ছিল ৭০টি৷ সেখানে পড়ল ৭১টি ভোট৷ কার একটি ভোট গেল বিজেপি’র ঘরে? তৃণমূলের ২২১টি ভোট ধরলেও রয়েছে ৪টি ভোট বাতিলের প্রশ্ন৷

পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট গণনার পর দেখা যাচ্ছে ২৯২ জন বিধায়কের মধ্যে ২৯১ জন ভোট দিয়েছিলেন৷ এর মধ্য যশবন্ত সিনহার পক্ষে ভোট গিয়েছে ২১৬টি৷ দ্রৌপদী মুর্মুর পক্ষে গিয়েছে ৭১টি ভোট৷ ৪টি ভোট বাতিল হয়েছে৷ শুভেন্দুর দাবি ছিল ৭০টি ভোট তাঁরা পাবেনই৷ এর থেকে বেশি হলেই ধরে নিতে হবে ক্রস ভোট৷ যে চারটি ভোট বাতিল হয়েছে, ধরে নিতে হয় সেগুলি বিজেপি’র ভোট নয়৷ আর যে একটি ভোট বিজেপি বাড়তি পেয়েছে, সেটি কার ভোট? সেটাই ছিল বড় প্রশ্ন৷ যদিও এদিন যাবতীয় দাবি খারিজ করে দিলেন কুণাল ঘোষ৷ তাঁর কথায় একটা ভোটও তৃণমূল থেকে বিজেপি’তে যায়নি৷