এসএসসির প্রাক্তন চেয়ারম্যান বাড়িতেও ইডি, তাঁর আমলেই মূল অভিযোগ

এসএসসির প্রাক্তন চেয়ারম্যান বাড়িতেও ইডি, তাঁর আমলেই মূল অভিযোগ

কলকাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি এসএসসি উপদেষ্টা কমিটিতে ছিলেন তিনি। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের বাড়িতেও আজ চলে গেল ইডি। শুক্রবার সকাল থেকেই ‘দুর্নীতি’র মামলায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় থেকে পরেশ অধিকারী, সকলের বাড়িতে ‘হানা’ দেওয়া হয়েছে। এবার সৌমিত্রও ছাড় পেলেন না। তাৎপর্যপূর্ণ বিষয়, এসএসসিতে শিক্ষক নিয়োগে যে অনিয়মের অভিযোগ, তা হয়েছিল সৌমিত্র এসএসসি চেয়ারম্যান হওয়ার বছরই।

আরও পড়ুন- নেতার জলের বোতল বইলেই পঞ্চায়েতের টিকিট মিলবে না, বার্তা অভিষেকের

হাওড়ার বাসিন্দা সৌমিত্র ওই জেলারই একটি কলেজের প্রফেসর ছিলেন। সেখান থেকে হন এসএসসি চেয়ারম্যান। পদে এক বছর থাকলেও তাঁকে নিয়ে কম অভিযোগ নেই। ওই বছরই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল মূলত। দাবি করা হয়েছিল, তিনি বেআইনিভাবে শূন্যপদ তৈরি করেছিলেন। এদিকে সিবিআইয়ের এফআইআরে নামও রয়েছে তাঁর। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তার কমিটিতে ছিলেন এই সৌমিত্র তাও এসএসসির চেয়ারম্যান থাকাকালীন। এই কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, শুক্রবার সাত সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয় ইডি আধিকারিকরা। প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাঁরা। এর আগে এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছিল সিবিআই। বেশ কয়েকবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। সিবিআইয়ের এসপি রাজীব মিশ্র, জয়েন্ট ডিরেক্টর কালিকাপ্রসাদ দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =