ফেলিসিটেশন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত, বিনিয়োগে নজর রাজ্যের

ফেলিসিটেশন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত, বিনিয়োগে নজর রাজ্যের

কলকাতা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলাতেই একটি করে ফেলিসিটেশন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীরা আবেদন জানালে এই কেন্দ্র তাদের বিভিন্ন সরকারি ছাড়পত্র, ই লাইসেন্স সহ অন্যান্য সুবিধা দিতে সাহায্য করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই জন্যে জেলাস্তরে জেলাশাসকদের নেতৃত্বে দশ সদস্যর একটি করে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রাইসিনা হিলসে দ্রৌপদী, জানেন কত বেতন পাবেন? আর কী কী সুবিধাই বা পান ভারতের রাষ্ট্রপতি

জানা গিয়েছে, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, পরিবেশ, বিদ্যুত, জলসম্পদ দফতরের আধিকারিকদের সহ ১০ জন এই কমিটিতে রাখার কথা বলা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে জমা পড়া আবেদনগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে কমিটিকে মাসে অন্তত একবার বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ব্যবস্থাটি নজরদারির জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের নেতৃত্বে মনিটারিং কমিটি তৈরি করেছেন। রাজ্যে বিনিয়োগ আনতে এই পদক্ষেপ ভালই কাজে দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =