গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে, প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে

গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে, প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে

কলকাতা: ২৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অবশেষে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল। শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে ছিল ইডি আধিকারিকরা। দফায় দফায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তাঁরা। গতকাল এই জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বলে খবর ছিল। ভবানিপুর থেকে ৩ জন চিকিৎসক তাঁর নাকতলার বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন। শনিবার সকালেও আবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছিল। অবশেষে প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে বেরোয় ইডি, তাঁকে গ্রেফতার করে।

যে ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভাবমূতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনুমান করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের কারণে দলের নাম খারাপ হবে এই কারণে তাঁকে দলের মহাসচিব পদ থেকে সরানো হতে পারে। আবার পার্থ নিজে ইস্তফা দেবেন কিনা, সেটাও একটা প্রশ্ন। এদিকে রাজ্য সরকারের তরফে পার্থকে মন্ত্রিসভা থেকে সরানো হবে কিনা সেটাও জানতে চাইছে একাংশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তৃণমূল কংগ্রেস চাইবে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসুন। ততদিন দলের যাতে বদনাম না হয়। এখন আখেরে কী হতে চলেছে তা সময়ই বলবে।

এদিকে ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুক্রবার রাতে উদ্ধার হয়েছে ২০ কোটিরও বেশি টাকা। এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই ঘটনা সামনে আসার পরেই বিরোধীরা একে একে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, এই টাকা লুটের টাকা, আরও টাকা উদ্ধার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *