কলকাতা: ২৪ ঘণ্টা পেরিয়ে প্রায় ২৬-২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গতকাল সকাল থেকেই জিজ্ঞাসাবাদ করছিল তাঁরা। অবশেষে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব। একই সঙ্গে আটক হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়, যার ফ্ল্যাট থেকে ২০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনার পরেও প্রশ্ন উঠতে শুরু করেছে, পার্থ চট্টোপাধ্যায় কি পদ থেকে ইস্তফা দেবেন নাকি তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হবে?
আরও পড়ুন : পার্থ-অর্পিতাকাণ্ডে চরম খোঁচা দিলীপের, ‘আদর্শ’ নিয়ে একহাত মমতাকে
যে ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভাবমূতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনুমান করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের কারণে দলের নাম খারাপ হবে এই প্রেক্ষিতে তাঁকে দলের মহাসচিব পদ থেকে সরানো হতে পারে। আবার পার্থ নিজে ইস্তফা দেবেন কিনা, সেটাও একটা প্রশ্ন। এদিকে রাজ্য সরকারের তরফে পার্থকে মন্ত্রিসভা থেকে সরানো হবে কিনা সেটাও জানতে চাইছে একাংশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তৃণমূল কংগ্রেস চাইবে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসুন। ততদিন দলের যাতে বদনাম না হয়। এখন আখেরে কী হতে চলেছে তা সময়ই বলবে।
শুক্রবার সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ছিলেন ইডি আধিকারিকরা। আজ সকাল ১০ টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় টানা প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ওদিকে টাকা উদ্ধারের ঘটনা সামনে আসার পরেই বিরোধীরা একে একে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, এই টাকা লুটের টাকা, আরও টাকা উদ্ধার হতে পারে।