কলকাতা: শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে যার ফ্ল্যাট থেকে ২০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অর্পিতা একটি পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন যার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ও যুক্ত। একাধারে মডেল, অভিনেত্রী এবং আইনি পেশার সঙ্গে যুক্ত অর্পিতা ওই পুজোর অ্যাম্বাসাডর ছিলেন বলেও খবর। এবার এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে অর্পিতার সঙ্গে একই মঞ্চে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : পার্থ-অর্পিতাকাণ্ডে চরম খোঁচা দিলীপের, ‘আদর্শ’ নিয়ে একহাত মমতাকে
যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের দুর্গাপুজোর এক অনুষ্ঠান এটি। মমতার পাশেই বসে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর পাশে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। ছবি ছাড়াও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মমতা সরাসরি অর্পিতার সঙ্গেই কথা বলছেন। এই ছবি-ভিডিও নিয়ে এখন হইচই শুরু হয়ে গিয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ ছিল অর্পিতার? তিনিও কি সব কিছু জানতেন? এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যে ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভাবমূতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। যদিও এই ছবি বা ভিডিও’র সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম।
পার্থ চট্টোপাধ্যায়ের কারণে দলের নাম খারাপ হবে এই কারণে তাঁকে দলের মহাসচিব পদ থেকে সরানো হতে পারে, এই পরিস্থিতিও তৈরি হয়েছে। পার্থ নিজে ইস্তফা দেবেন কিনা, সেটাও একটা প্রশ্ন। এদিকে রাজ্য সরকারের তরফে পার্থকে মন্ত্রিসভা থেকে সরানো হবে কিনা সেটাও জানতে চাইছে একাংশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তৃণমূল কংগ্রেস চাইবে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসুন। ততদিন দলের যাতে বদনাম না হয়।