‘বিজেপি চোরকে বাঁচাচ্ছে’, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কুণাল

‘বিজেপি চোরকে বাঁচাচ্ছে’, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কুণাল

কলকাতা: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে চরম বিড়ম্বনায় পড়েছে। পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর যে তারা অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে তা আলাদা করে বলার কথা নয়। কিন্তু এই অবস্থাতেও বিজেপির ওপর আক্রমণ শানাতে পিছপা হচ্ছে না ঘাসফুল শিবির। পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দুর্নীতি নিয়ে যে চর্চা চলছে তারই মাঝে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সরাসরি বললেন, ‘বিজেপি চোরকে বাঁচাচ্ছে’।

আরও পড়ুন- রহস্যজনক ভাবে অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খোঁজ শুরু করল ED

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়ের দল থেকে অপসারণের বিষয়টি যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তখন তিনি স্পষ্ট জানান, দল কখনই দুর্নীতির সঙ্গে আপোস করবে না। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। যে নির্দোষ মনে করবে নিজেকে তাঁকেই সেটা আদালতে প্রমাণ করে আসতে হবে। এই প্রসঙ্গেই এদিন শুভেন্দু অধিকারীকে নিয়ে টুইট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, ”শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। এজেন্সি গেলে গুপ্তধন পেত। চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে। নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই। বিজেপি চোরকে বাঁচাচ্ছে।”

এর আগেও বহুবার শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় দাবি করেছেন কুণাল ঘোষ। সারদা ইস্যু নিয়েই অনেকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। সবথেকে বড় কথা, খোদ সারদা কর্তা সুদীপ্ত সেন সংবাদমাধ্যমের সামনে বলেছেন যে তিনি শুভেন্দু অধিকারীকে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। এমনকি শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেল করত বলেও দাবি করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + one =