‘টাকা ওঁনার না সেটা আগে বলেননি কেন?’ পাল্টা প্রশ্ন কুণালের

‘টাকা ওঁনার না সেটা আগে বলেননি কেন?’ পাল্টা প্রশ্ন কুণালের

কলকাতা: অবশেষে টাকা প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁর কোনও টাকা নেই। একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘সময় এলেই সব জানা যাবে।’  পার্থর এই মন্তব্যকে সামনে রেখেই রবিবার পাল্টা প্রশ্ন তুলেছেন রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন এসএসসি দুর্নীতি প্রসঙ্গে পার্থর বিরুদ্ধে ফের সুর চড়িয়ে কুনাল ঘোষ বলেন, ‘টাকা নেই সে কথা আগে বললেন না কেন?’

উল্লেখ্য, এই নিয়ে পরপর দুদিন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা প্রসঙ্গে মুখ খুললেন পার্থ। যদিও প্রথম দিন তিনি টাকা নিয়ে কোন মন্তব্য করেননি। শুধু তাঁকে বলতে শোনা গিয়েছিল যে তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। এরপর রবিবার সকালে পার্থ এবং অর্পিতাকে ইডি আধিকারিকরা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমবার টাকা প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন সাংবাদিকরা তাঁকে ‘টাকা কার’ প্রশ্ন করলে তাঁর পাল্টা উত্তর, তাঁর কোন টাকা নেই। স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল শোরগোল। আর তারপরেই পার্থর দাবি প্রসঙ্গে তাঁকে পাল্টা প্রশ্ন করেন কুনাল ঘোষ। কুনালের দাবী, ‘প্রথম যেদিন তিনি সুযোগ পেলেন সেদিনই চক্রান্তের কথা বললেন না কেন? তাঁর কথায়, ‘সেদিন তিনি নিজেকে নির্দোষ বললেন না, তাঁর টাকা নয় বললেন না । হঠাৎ গত দু’দিন ধরে চক্রান্ত, আমার টাকা নয় এই ধরনের কথা বলছেন। যেখানে দল তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেখানে আলাদা করে পার্থদা কী বলছেন সেই নিয়ে মন্তব্য করতে চাই না। কখনও হয়তো তিনি বলে বসবেন আমি পার্থ চট্টোপাধ্যায় কিনা জানি না। অর্পিতা মুখোপাধ্যায় কে চিনি না। আমরা এগুলো নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না। ওঁকে জিজ্ঞাসা করুন প্রথম দিন কেন বলেননি?’

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে প্রথম থেকেই একের পর এক জোরালো মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তৃণমূলের সদস্য হিসেবে তিনিই প্রথম যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং যখন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে দ্বিতীয় বারের জন্য বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় তখনই পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা তথা দল থেকে অপসারিত করা হোক সেই দাবি তুলে দলের অন্দরেই চাপ সৃষ্টি করেছিলেন। ঘটনাচক্রে কুনাল ঘোষের এহেন মন্তব্যের দিনই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিন বিকেলে আবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে পার্থকে দল তথা দলীয় সমস্ত পদ থেকেও অপসারিত করা হয়।

তবে বর্তমানে কুনাল একা নন, পার্থের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতা। গত শুক্রবারে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, ‘যা হয়েছে তার জন্য নিজেই দায়ী পার্থ।’ একইভাবে পার্থের বিরুদ্ধে অভিযোগের সুর শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের গলাতেও। বৃহস্পতিবার এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘যে পার্থ চট্টোপাধ্যায় কে আমরা চিনতাম তাঁর সঙ্গে বর্তমান পার্থ চট্টোপাধ্যায়ের কোন মিল নেই। পার্থকে নিজের সহকর্মী ভাবতে লজ্জা হচ্ছে।’

এদিকে রবিবারে হাসপাতাল থেকে বেরিয়েও টাকা প্রসঙ্গে একই মন্তব্য করেন পার্থ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার দুপুরেও হাত নেড়ে পার্থ জানান, ‘কোন টাকাই আমার নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =