আইনি জটে একই পোশাকে বেশ কয়েকদিন পার্থ-অর্পিতা, পোশাক দিল না ED

আইনি জটে একই পোশাকে বেশ কয়েকদিন পার্থ-অর্পিতা, পোশাক দিল না ED

4ed06e18cb20e1758af339c2e48ec8b3

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকে একই পোশাকে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে৷ তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন অভিযুক্তকে নতুন পোশাক কিনে দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে৷ ফলে তাঁদের পক্ষে পার্থ ও অর্পিতাকে নতুন পোশাক দেওয়া সম্ভব নয়৷ 

আরও পড়ুন- ‘নিবিড় সম্পর্ক ছিল’, নির্মলার প্রয়াণে মুখ্যমন্ত্রীর টুইটবার্তা

এসএসসি দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেই সময় তাঁর পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা৷ পায়ে স্নিকার। পরের দিন অর্থাৎ ২৪ জুলাই তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় কয়েকটি পাঞ্জাবি-পায়জামা দিয়ে যান ইডি-র কাছে৷ কিন্তু, আদালত থেকে পার্থ সোজা এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ায় পোশাক পরিবর্তন করতে পারেননি৷ ফলে কয়েক দিন একই পোশাকে থাকতে হয় তাঁকে। ওই আত্মীয়ের পাঠানো পোশাক তিনি হাতে পান ভুবনেশ্বর থেকে ফেরার পরে। গোটা চারেক পাজামা-পাঞ্জাবিই ঘুরিয়ে ফিরিয়ে পরছেন তিনি। এদিকে, ইডি হেফাজতে দেওয়া খাবারে অনীহা রয়েছে তাঁর৷ তাই হেফাজতে তিনি বিশেষ কিছুই খাচ্ছেন না বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা৷ পার্থর খাওয়া দাওয়া নিয়ে অনেক বাধা নিষেধও রয়েছে৷ তবে অর্পিতার খাবারে কোনও নিষেধাজ্ঞা নেই৷

একই ভাবে ইডি হেফাজতে নতুন পোশাক পাননি অর্পিতাও৷  তাঁর আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বলেন, ‘‘অর্পিতার এক ঘনিষ্ঠ আত্মীয় আমার হাতে তাঁর বেশ কয়েকটি পোশাক দিয়ে যান। আমি সেগুলি তদন্তকারী অফিসারদের দিয়েছি। রবিবার পর্যন্ত আর কোনও পোশাক আমাকে কেউ দেননি।’’