আরও ৭ নতুন জেলা! নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও ৭ নতুন জেলা! নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে জেলার সংখ্যা। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। আগামী ছয় মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। যদিও দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখে নেওয়া যাক এই নতুন জেলাগুলি কী কী।

আরও পড়ুন- দিল্লিতে চার বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মুখোমুখি বৈঠকে বসছেন সোনিয়া-মমতা? 

দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন হতে চলেছে নতুন জেলা। এছাড়াও বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি বসিরহাট, নদীয়ার রানাঘাট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদের বহরমপুর এবং কান্দিও নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করছে। এদিনই এই জেলাগুলির নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। এই ঘোষণা করার পাশাপাশি নতুন মন্ত্রিসভা নিয়েও বড় আপডেট দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে মন্ত্রিসভা গড়ব এরকম কোনও পরিকল্পনা করা হয়নি। তবে মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে, ৪-৫ জনকে দলের কাজে লাগানো হবে ও তাঁদের পরিবর্তে মন্ত্রিসভায় ৫-৬ জন নতুন মুখ আসবে।’
আগামী বুধবার পুনরায় মন্ত্রিসভার বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে দল এবং সরকার ভীষণভাবে অস্বস্তির মধ্যে রয়েছে। সেই প্রেক্ষিতে এই রদবদল যে ব্যাপকভাবে জরুরী তা বলাই বাহুল্য। এখন এটাই দেখার যে মন্ত্রিসভায় কোন কোন নতুন মুখ আসছে চলেছে। কারাই বা বাদ যেতে পারে মন্ত্রিসভা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twelve =