দুটি ফ্ল্যাটে ৫০ কোটি উদ্ধারের পর অর্পিতার নেল আর্টের দোকানে ED হানা

দুটি ফ্ল্যাটে ৫০ কোটি উদ্ধারের পর অর্পিতার নেল আর্টের দোকানে ED হানা

aa7ef289b707c1a0a5798fbc07e5342b

 কলকাতা: টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশির পর এবার বরাহনগরে অর্পিতা মুখোপাধ্যায়ের নেল আর্টের দোকানে ইডি হানা। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে অর্পিতার নেল আর্টের দোকানে পৌঁছন তদন্তকারী অফিসাররা৷  বেলা একটা নাগাদ পাঁচ সদস্যের ইডির দল এসে পৌঁছয় দোকানের সামনে৷ দোকানের তালা ভেঙে সেখানে ঢোকার চেষ্টা করেন অফিসাররা৷ ডাকা হয় চাবিওয়ালাকে৷ অর্পিতার নেল আর্ট শপের শাটারের তালা খুলে ফেলেছেন চাবিওয়ালা। দোকানে ঢোকার কাচের দরজার তালা ভাঙার কাজ চলছে। এখান থেকেও কি উদ্ধার হবে টাকা বা গুরুত্বপূর্ণ নথি৷ সকলেি নজর এখন সেদিকেই৷

আরও পড়ুন- অর্পিতার আরও সম্পত্তির হদিশ মিলবে? একাধিক বহুতলে তল্লাশি ইডির

অন্যদিকে, দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। খাতায় কলমে এই ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালার নামে রয়েছে। কিন্তু, ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্থ চট্টোপাধ্যায় ওই ফ্ল্যাটটিও অর্পিতাকে ব্যবহার করতে দিয়েছিলেন। অর্পিতা ওই ফ্ল্যাটেও থাকতেন। যদিও ফোর্ট ওয়েসিস আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বেশ কিছুদিন অর্পিতাকে এই ফ্ল্যাটে দেখা যায়নি। ইতিমধ্যেই আবাসনের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। 

মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি৷ বরাহনগরের পাশাপাশি অর্পিতার  পাটুলির নেল আর্ট পার্লারেও হানা দিয়েছেন তদন্তকারী অফিসাররা। পালকি রেস্টুরেন্টের উল্টো দিকে একটি নেল আর্ট পার্লারে যায় ইডি। কেদুয়া মেন রোডের ধারে একটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা৷