কল্যাণী এইমসে নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় CID-র কাছে স্টেটাস রিপোর্ট তলব হাই কোর্টের

কল্যাণী এইমসে নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় CID-র কাছে স্টেটাস রিপোর্ট তলব হাই কোর্টের

cc485b06e3bf63cb155aa22488d4c41e

কলকাতা: কল্যাণী এইমসের নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় এবার সিআইডি-র কাছ থেকে তদন্তের স্টেটাস রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী ১৬ অগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে বলে শুক্রবার নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- দু’বছরে বার বার বদলি শিক্ষিকা, ফের CBI তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

অভিোগ,  বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে কল্যানী এইমস হাসপাতালে চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী। সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। বর্তমানে এই মামলাটির তদন্ত করছে সিআইডি। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি।

বিধায়ক-কন্যা মৈত্রী কল্যাণী এইমসে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন। মাসিক বেতন ৩০ হাজার টাকা। অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই এই চাকরি পেয়েছেন তিনি৷ 

মামলাকারী সুজিত চক্রবর্তীর অভিযোগ, বিধায়ক কন্যা মৈত্রী দানার নিয়োগের পিছনে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারের হাত থাকতে পারে। কারণ কল্যাণী এইমসে রাজ্যের বেশ কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠকে চাকরি দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ না করেই এই চাকরি পেয়েছেন মৈত্রী৷