‘ঢুকে দেখুন, কেমন লাগে!’ পার্থর জেল হেফাজত নিয়ে কুণাল

‘ঢুকে দেখুন, কেমন লাগে!’ পার্থর জেল হেফাজত নিয়ে কুণাল

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজত হয়েছে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। এই নির্দেশ আসার পরেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কার্যত খোঁচা দিয়ে তিনি বললেন, ‘ঢুকে দেখুন, কেমন লাগে’। তবে কেন এমন বললেন তিনি? এটা বুঝতে গেলে কিছুটা অতীতে যেতে হবে। তবে বিষয়টি নিজেই খোলসা করে বলেছেন কুণাল।

আরও পড়ুন- দু’বছরে বার বার বদলি শিক্ষিকা, ফের CBI তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমার জেল জীবন নিয়ে আমি যখন বলেছিলাম চক্রান্ত তখন পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন বা কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল, আমার নাকি মাথায় গণ্ডগোল হয়েছে। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের যদি জেল হেফাজত হয় ঢুকে দেখুন কেমন লাগে।” তিনি আরও বলেন, ”আমি মাথা উঁচু করে বলছি, যে আমি কোনও অপরাধ করিনি। তখন এই পার্থ চট্টোপাধ্যায় দল বিরোধী বলেছিলেন, শাস্তির কথা বলেছিলেন। তারাই তখন থেকে অপা, অমুখ, তমুখ, এইসব করে বেরিয়েছে।” সঙ্গে এও কুণাল এও দাবি রেখেছেন, সাধারণ নাগরিক হিসেবে বন্দি জীবনের যে নিয়ম, তাঁর ক্ষেত্রে যা নিয়ম ছিল, তিনি যা যা মেনেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও যেন কারা দফতর সেই নিয়ম মানে।

কার্যত নিজের ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল নেতার আরও সংযোজন, তাঁর ক্ষেত্রে যে যে নিয়ম হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও যেন তাই হয়। জেলের বহু কর্মীর সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলে জানিয়েছেন কুণাল। তাই তাঁর কথায়, পার্থকে বিন্দুমাত্র সুযোগ দিলে তিনি জানতে পারবেন এবং তার প্রতিবাদ করবেন। তাঁর কথায়, কোনও জেল হাসপাতাল নয়, একদম জেলে রাখতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এছাড়াও কুণালের কথা, যদি ষড়যন্ত্র হত তাহলে পার্থ প্রথম থেকেই বলতেন। কাউকে ফোন বা মন্ত্রিত্ব কেন ছাড়ব, এইসব বলতেন না। কুণাল মনে করিয়েছেন যে, তিনি প্রথম থেকে ষড়যন্ত্রের কথা বলে এসেছিলেন তাঁর বেলায়। সেই জিনিস প্রমাণ হবে বলেও দাবি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =