প্রেসিডেন্সি জেলে পার্থের প্রতিবেশী সুদীপ্ত-গৌতম, এই সেলে বাকি হাই প্রোফাইল বন্দি কারা?

প্রেসিডেন্সি জেলে পার্থের প্রতিবেশী সুদীপ্ত-গৌতম, এই সেলে বাকি হাই প্রোফাইল বন্দি কারা?

1949cea9259c9abd8e1780babf2e524b

কলকাতা: ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের৷ পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে ‘পয়লা বাইশ’ সেল ওয়ার্ডের দু’নম্বর ঘরে৷ পাশের সেলে পার্থর প্রতিবেশী রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ও সারদা কর্তা সুদীপ্ত সেন৷ রয়েছেন আরও কিছু হাই প্রোফাইন বন্দি৷ 

আরও পড়ুন- বিধানসভায় বিধায়কদের আসন বদল, মমতার পাশে কে

এদিন বেলা সাড়ে বারোটার সময় নিয়ম মেনে অন্যান্য বন্দিদের সঙ্গে মধ্যাহ্নভোজ দেওয়া হয় প্রাক্তন মন্ত্রীকেও৷ মেনুতে ছিল ভাত, ডাল, সবজি৷ ‘সেল ব্লক’ বা ‘পয়লা বাইশ’-এর ২ নম্বর সেলে গতকাল রাত থেকে ঠাঁই হয়েছে পার্থের৷ সেখানে রাতে তাঁকে চারটি কম্বল এবং ইডি হেফাজতে যে চারটি পোশাক তিনি পরতেন, সেগুলি দেওয়া হয়েছে৷ ইডি হেফাজতে তিনি যে বইদুলি পড়তেন, সেগুলিও জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷ শনিবার সকালে সেলের মধ্যেই পাইচারি করতে দেখা যায় পার্থকে৷ জানা গিয়েছে পয়লা বাইশ সেলে কোনও অ্যটাচ বাথরুম নেই৷ সকলের ব্যবহারের জন্য কমন শৌচালয় রয়েছে৷ সেটিই ব্যবহার করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷ 

যে সেলে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, অর্থাৎ ২ নম্বর সেলের পাশের সেলটি ফাঁকা রাখা হয়েছে৷ ৩ নম্বর সেলে রয়েছেন ৪৯৮-এর এক বন্দি৷ বধূ নির্যাতনের মামলায় বিচারাধীন তিনি৷ এছাড়াও এই পয়লা বাইশে রয়েছে আইএস জঙ্গি মুসা৷ যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্যাঙ্কশাল আদালত৷ আছেন সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু, ছত্রধর মাহাতো, কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি, তার ঘনিষ্ঠ জামালউদ্দিন আনসারি-সহ বেশ কয়েকজন মাওবাদী নেতা। ফলে এই পয়লা বাইশ-এর উপর আগোগোড়াই কড়া নজরদারি রয়েছে জেল কর্তৃপক্ষের৷ প্রাক্তন মন্ত্রী এই সেলে আসার পর খোদ জেল সুপার তদারকি করেছেন৷